শোয়ার্জনেগারকে আজীবন সম্মাননা
‘টার্মিনেটর’, ‘কমান্ডো’, ‘প্রিডেটর’। এই নামগুলোর সঙ্গে আমরা সবাই পরিচিত সেই ছেলেবেলা থেকে। এসব ছবির পেশিবহুল বিশালদেহী এক অভিনেতার অ্যাকশনে ভরপুর সব কাজ প্রায়ই আমাদের স্মৃতিতে নাড়া দেয়। আমরা সবাই জানি তার নাম, আর্নল্ড শোয়ার্জনেগার। শরীরচর্চা করা এই অভিনেতা আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত গোল্ডেন ক্যামেরা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। এনডিটিভির খবর থেকে জানা যায়, এ পুরস্কার তাঁর হাতে তুলে দিয়েছেন সাবেক সহশিল্পী বিখ্যাত অভিনেতা ড্যানি ডি ভিটো।
ড্যানি ডি ভিটো অনুষ্ঠানে এসেছিলেন ‘সারপ্রাইজ গেস্ট’ হিসেবে। এককালের সহশিল্পী শোয়ার্জনেগারের হাতে পুরস্কার তুলে দিতেই তাঁর এই বিশেষ আগমন। অনুষ্ঠানের মঞ্চে হাত মিলিয়ে একে অপরকে জড়িয়ে ধরেন বর্ষীয়ান এই দুই অভিনেতা।
শোয়ার্জনেগারের সাথে ডি ভিটোর দেখা হলো প্রায় ২৭ বছর পর। ১৯৮৮ সালের দারুণ ব্যবসাসফল ছবি ‘টুইনস’ যমজ দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন ড্যানি ডি ভিটো ও আর্নল্ড শোয়ার্জনেগার। এই ছবিতে তাঁরা ছিলেন এমন দুই যমজ- যাদের কথায়, চেহারায়, কাজে, শক্তিতে কিংবা বৈশিষ্ট্যে- কোনো দিক থেকেই মিল নেই। একজন আরেকজনের পুরোটাই উল্টো। আইভান রেইটমান পরিচালিত এই কমেডি ছবিটি বিশ্বব্যাপী প্রায় সাড়ে ২১ কোটি মার্কিন ডলার আয় করেছিল!
ভক্তদের জন্য আনন্দের সংবাদ, ‘টুইনস’-এর সিক্যুয়েল হিসেবে আসতে যাচ্ছে ‘ট্রিপলেটস’। এই সিকুয়েলে আবারও আগের চরিত্র নিয়ে ফিরে আসছেন ডি ভিটো এবং শোয়ার্জনেগার। সাথে আরো থাকছেন এডি মারফি। এ ছবিটিও পরিচালনা করছেন আইভান রেইটমান।