খোলাবাজারে পেট্রল বিক্রির দায়ে জরিমানা
রাজশাহীর চারঘাট উপজেলায় খোলাবাজারে পেট্রল বিক্রির অপরাধে দুই দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার সকালে উপজেলা সদর ও হলিদাগাছী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল সাবরিনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ইউএনও এনটিভিকে জানান, চলমান অবরোধ ও হরতালে বিভিন্ন যানবাহন ও সরকারি প্রতিষ্ঠানে পেট্রলবোমা নিক্ষেপ করে নাশকতা সৃষ্টি করছে দুর্বৃত্তরা। এসব নাশকতামূলক কর্মকাণ্ড মূলত খোলাবাজার থেকে পেট্রল কিনেই ঘটানো হচ্ছে।
তাই চারঘাট উপজেলা প্রশাসন ধারাবাহিকভাবে খোলাবাজারে পেট্রল বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা শুরু করেছে। আজ সকালে উপজেলা সদরের পেট্রল বিক্রেতা নজরুল ইসলাম ও হলিদাগাছী এলাকার নাজমুল হককে খোলাবাজারে পেট্রল বিক্রির দায়ে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক।