স্লিপনটের গিটারিস্ট ভাইয়ের হাতে ছুরিকাহত
ডেথ মেটাল বা ব্ল্যাক মেটাল-ভক্তদের কাছে স্লিপনট ব্যান্ডটির নাম পরিচিত। ব্যান্ডটির গিটারিস্ট মিক থমসন ভাইয়ের হাতে ছুরিকাহত হয়েছেন গতকাল বুধবার, ১১ মার্চ। মিক নিজেই কেবল নন, তাঁর ভাই অ্যান্ড্রু থমসনও আহত হয়েছেন। ছুরি নিয়ে দুই ভাইয়ের মারামারির ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। এরপর অবশ্য দুজনকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে বিলবোর্ডকে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
ছুরির লড়াইয়ে গুরুতর আহত হয়েছেন দুই ভাই। মাথার পেছন দিকেও ছুরির পোঁচ খেয়েছেন মিক। তবে পুলিশ আশ্বস্ত করে জানিয়েছে যে আঘাত গুরুতর হলেও কারো জীবন নিয়ে টানাটানি পড়বে না। দুর্ঘটনা ঘটেছে আইওয়ায়, মিকের নিজের বাসায়। দুই ভাই-ই এ সময় মদ্যপ অবস্থায় ছিলেন। পুলিশ এসে তাঁদের উদ্ধার করে। পরে আলাদা আলাদা অ্যামবুলেন্সে তাঁদের নিয়ে যাওয়া হয়।
এই দুর্ঘটনা স্লিপনট দলটির পরবর্তী আয়োজনে সমস্যা তৈরি করতে পারে। দলটির জন্য আশঙ্কার কথা হচ্ছে, জুলাইয়ের ২৪ তারিখে তাদের একটি বড় ট্যুর শুরু হতে যাচ্ছে। তারও আগেই, ফোর্ট মেয়ার্সে তাদের পারফর্ম করার কথা রয়েছে এপ্রিলের ২৫ তারিখে। এমন অবস্থায় দলের একজন অপরিহার্য সদস্যের এমন অবস্থা হলে সেটি তাদের জন্য বড় রকমেরই দুঃসংবাদ। অবশ্য এ বিষয় নিয়ে দলের কেউই কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি। এই মুহূর্তে অবশ্য বিশ্রামে রয়েছে স্লিপনট।