সারা রাত সিমলার আইটেম নাচ
ছবির প্রধান চরিত্রে কাজ করছেন। সেই ছবিরই আইটেম গানেও নাচলেন জনপ্রিয় অভিনেত্রী সিমলা। ‘নাইওর’ ছবিটির এই গানের শুটিং হয়েছে ১২ মার্চ-২০১৫, বৃহস্পতিবার। সারা রাত রাজধানীর রমনা পার্কে মঞ্চ সাজিয়ে গানটির চিত্রায়ণ হয়। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন এফ এ সুমন। রাশিদ পলাশের পরিচালনায় ছবিতে সিমলার সহশিল্পী আনিসুর রহমান মিলন। এবারই প্রথম তাঁরা জুটি বাঁধলেন।
পরিচালক রাশিদ পলাশ বলেন, ‘আমি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রযোজক হিসেবে কাজ করছি। ২০১২ সালের আগে রাজশাহীতে সব বন্ধু একসঙ্গে ছিলাম। ঢাকায় এসে সবাই ছড়িয়ে-ছিটিয়ে গিয়েছিলাম। তার পরে আমরা সবাই এক হই। নতুন কিছু করার চিন্তাভাবনা করি। একটা ভালো গল্প খুঁজে পাওয়ার চেষ্টায় লেগে যাই। সেই থেকে এই গল্প।’
পলাশ জানান, ‘নাইওর’ গল্প তাঁর নিজেরই লেখা এবং এটি মৌলিক। তিনি বলেন, ‘এই গল্প আমার দেশ ও দেশের মানুষের। পিছিয়ে পড়া গ্রামের মানুষের গল্প। আগে গ্রামের ছেলেমেয়েরা সালমান শাহ, শাবনূরের ছবি দেখত; আর এখন দেব, জিৎ, কোয়েল মল্লিকের ছবি দেখে। গ্রামের মানুষ রেডিও শুনত, আর এখন চায়ের দোকানে বসে দেখে হিন্দি গান। আমরা এর পরিবর্তন আনতে চাই।’
ছবি নিয়ে আশাবাদী পলাশ, “মানুষ ‘মনপুরা’ দেখেছে। এবার দেখবে ‘নাইওর’। আমরা আশাবাদী।” শুটিং নিয়ে তিনি জানান, গতকাল সারা রাত রমনা পার্কের সেটে আইটেম গানের শুটিং করেছেন। এতে ছিলেন সিমলা। ছবির আরো পাঁচটি গানের শুটিং এখনো বাকি রয়েছে।
‘নাইওর’ ছবিতে অভিনয় করছেন সাদিয়া, আনিসুর রহমান মিলন, সিমলা, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, মোমেনা চৌধুরী ও রাশেদ মামুন অপু। একটি আইটেমসহ মোট ছয়টি গান থাকছে এতে। সব গানের সংগীতায়োজন করেছেন এফ এ সুমন। ‘নাইওর’ ছবিটি প্রযোজনা করেছে নতুন প্রযোজনা সংস্থা আরসি প্রোডাকশন।