শুভ জন্মদিন রানি মুখার্জি
কলকাতার মুখার্জি বাড়ির মেয়ে এখন বলিউডের রানি। নামে রানি, কাজেও রানি। মুখার্জি পদবি দিয়েই বলিউডে রাজত্ব করেছেন তিনি। এখন যোগ হয়েছে বলিউডের আরেক দামি পদবি ‘চোপড়া’। আজ ২১ মার্চ রানি পা দিলেন সাঁইত্রিশে।
বাবা পরিচালক রাম মুখার্জি এবং মা কৃষ্ণা মুখার্জি ছিলেন প্লেব্যাক সিঙ্গার। ১৯৯৬ সালে বাবার পরিচালনায় কলকাতার বাংলা ছবি ‘বিয়ের ফুল’ দিয়ে মাত্র ১৪ বছর বয়সে ছবির জগতে পা রাখেন রানি।
‘ফ্যাসফ্যাসে’ গলার এই নায়িকা বলিউডে কিছুই করতে পারবেন না শুরুতে এমনই ধারণা ছিল অনেকের। ১৯৯৭ সালে মুক্তি পায় রানির প্রথম ছবি ‘রাজা কি আয়েগি বারাত’। প্রথম ছবিতেই অত্যন্ত জটিল এবং বেশ কঠিন একটি চরিত্রে অভিনয় করেন তিনি। চরিত্রটি ছিল একজন ধর্ষিতার যাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষকের সাথেই বিয়ে দেওয়া হয়। ছবিটি ব্যবসায়িক সাফল্য না পেলেও অভিনেত্রী হিসেবে স্বীকৃতি পান তিনি।
এর পরের বছর মুক্তি পায় বিক্রম ভাটের ছবি ‘গুলাম’। সেখানে আমিরের সাথে জুটি বাঁধেন রানি। এই ছবির গান ‘আতিকা খান্ডালা’ রানিকে পরিচিতি এনে দেয়। এখনো এই গান মানুষের মুখস্ত। ছবিটি মোটামুটি ব্যবসা করে।
ওই বছরের শেষ দিকে মুক্তি পায় করণ জোহর পরিচালিত বিগ বাজেটের ছবি ‘কুচ কুচ হোতা হ্যায়’। এই ছবি রানিকে এনে দেয় ক্যারিয়ারের প্রথম ব্লকবাস্টার হিট। ছবিতে শাহরুখ ও কাজল ছিলেন তাঁর সাথে। সম্পর্কে কাজল আবার রানির চাচাতো বোন।
ভালো ব্যবসা করায় এই ছবি বলিউডে রানির পথচলাকে মসৃণ করে দেয়। নব্বইয়ের দশকের শেষে যাত্রা শুরু করে এই শতকের শুরুতে রানির যাত্রা হয় বর্ণাঢ্যময়। নিজের সময়ের সব সুপারস্টারের সাথে ছবি করেছেন তিনি। আমির-সালমান-শাহরুখ তো রয়েছেই, অভিনয় করেছেন একদম নতুন অভিনেতা ও পরিচালকদের ছবিতেও। যেখানে অভিনয়ের সুযোগ আছে সেখানেই রানি আছেন।
রোমান্টিক, কমেডি কিংবা অ্যাকশন সব ছবিতেই নিজের চরিত্রে সবসময় স্বচ্ছন্দ রানি। ২০০২ সালে অভিনয় করেন ‘সাথিয়া’ ছবিতে। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন বিবেক ওবেরয় এবং পরিচালক ছিলেন শাদ আলী। বিবেকের ছিল সেটা তৃতীয় ছবি এবং শাদ আলীর প্রথম ছবি। এ আর রহমানের সঙ্গীতে দারুণভাবে দর্শক গ্রহণ করে ছবিটি।
‘ব্ল্যাক’, ‘চালতে চালতে’, ‘হাম তুম’, ‘বান্টি অর বাবলি’, ‘লাগা চুনরি মে দাগ’, ‘নো ওয়ান কিলড জেসিকা’, ‘বোম্বে টকিজ’ এবং সর্বশেষ ‘মরদানি’। সব ছবিতেই রানি অতুলনীয়। এমনভাবে চরিত্রগুলোকে তিনি নিজের করে নিয়েছেন যে সেখানে অন্য কোনো অভিনেত্রীর কথা দর্শকরা ভাবতেও পারে না।
গত বছরের ২১ এপ্রিল ইতালিতে বিয়ে করেন রানি মুখার্জি এবং আদিত্য চোপড়া। যশ চোপড়ার বড় ছেলে এবং যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া। রানির ক্যারিয়ারে যশরাজ ফিল্মসের ছবিই বেশি। ২০০৮ থেকে রানি এবং আদিত্যর প্রেমের গুজব ছড়িয়ে পড়ে। সে সময় রানি বেশ আড়ালেও চলে যান। কাজ কমিয়ে দিয়েছিলেন। বিয়ের পর যশরাজ ফিল্মসের ব্যানারে গত বছর মুক্তি পায় রানির ছবি ‘মরদানি’। এখন পর্যন্ত এই রানি, যশরাজ ফিল্মসে যার পরিচয় ‘লেডি চোপড়া’ নামে।