বলিউডের সিনেমায় অনির্বাণ, সঙ্গী রানি মুখার্জি?
তাঁর অভিনয়ে মুগ্ধ দুই বাংলা। সেই মুগ্ধতার আরও বিস্তার ঘটাতে বলিউডে পা রাখতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। আজ শনিবার কলকাতার একাধিক গণমাধ্যমে এমন খবর বেশ বড় জায়গাজুড়ে ছাপা হয়েছে।
সেই ছাপা অংশের খবর, বলিউডের তারকা অভিনেত্রী রানি মুখার্জি নিজের ৪৩তম জন্মদিনে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ শিরোনামে যে সিনেমার ঘোষণা দিয়েছিলেন, সেই সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছেন অনির্বাণ। সিনেমাটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন অশিমা চিবার।
তবে এমন উল্লসিত খবরেও মুখ বন্ধ রেখেছেন অনির্বাণ ভট্টাচার্য। এ খবর প্রসঙ্গে তাঁর ভাষ্যটা এমন, ‘এখনই আমার পক্ষে এই নিয়ে কিছু বলা সম্ভব নয়।’ একই কথা সিনেমাটির যুগ্ম প্রযোজক জি স্টুডিয়োস এবং এমে এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের কর্ণধার নিখিল আদভানিরও।
‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমা প্রসঙ্গে রানি মুখার্জির বক্তব্য, সিনেমায় একজন মায়ের সমগ্র দেশের বিরুদ্ধে লড়াই দেখানো হবে। পাশাপাশি এই ছবি দিয়েই রানি তাঁর অভিনয় জীবনের ২৫ বছর পূর্ণ করবেন। তাঁর চোখে তাই আগামী ছবি জীবনের সেরা ছবি।
এর আগে ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ, সিনেমাটি ২০১১ সালে সংঘটিত ভারতীয় এক যুগলের বিতর্কিত সত্য ঘটনা অবলম্বনে। নরওয়ের একটি দাতব্য সংস্থা তাঁদের সন্তানদের নিয়ে গিয়েছিল। সিনেমাটি হবে নারীকেন্দ্রিক।
মঞ্চাভিনয়ে সফল অনির্বাণ ভট্টাচার্য ২০১৫ সালে ‘কাদের কুলের বউ’-এর মাধ্যমে পর্দায় পা রাখেন। বড় পর্দায় অনির্বাণের প্রথম সিনেমা ‘ঈগলের চোখ’। বাংলা সিনেমায় অনির্বাণ খুব অল্প সময়েই সফলতা পেয়েছেন।