দর্শকের সঙ্গে ‘পাগলা দিওয়ানা’ দেখলেন পরীমনি ও রিয়াজ
আজ ২ এপ্রিল, বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুরের চালা সিনেমা হলে ‘পাগলা দিওয়ানা’ ছবিটি মুক্তি পেয়েছে। অন্য সিনেমা হলগুলোতে শুক্রবার ছবি মুক্তি পেলেও চালা সিনেমা হলই এ দেশের ব্যতিক্রম, যেখানে ছবি মুক্তি দেওয়া হয় বৃহস্পতিবার। আর নিজের ছবি দর্শকের সঙ্গে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি ‘পাগলা দিওয়ানা’ ছবির নায়ক শাহ রিয়াজ ও নায়িকা পরীমনি।
সিরাজগঞ্জের চালা সিনেমা হল নিয়ে আরো কয়েকটি কথা না বললেই নয়। কয়েক দশক ধরেই এই রীতি চালু রয়েছে এই সিনেমা হলে। আর এই সিনেমা হলে ছবি কেমন চলল, সেই ফলাফল দেখেই চলচ্চিত্র প্রদর্শনের জন্য বুকিং দেন দেশের অন্য হল মালিকরা। সেই বিচারে সিরাজগঞ্জের এই হলকে বলতে পারেন পথপ্রদর্শক। আর এ কারণেই নায়ক-নায়িকারাও চেষ্টা করেন বৃহস্পতিবার চালা সিনেমা হলে ছবি মুক্তির দিনটিতে দর্শকের সঙ্গে বসে ছবি দেখতে। তখনই তাঁরা বুঝতে পারেন, দর্শক কেমনভাবে গ্রহণ করল ছবিটি। এই ঐতিহ্যের অংশ হিসেবে আজ ‘পাগলা দিওয়ানা’ ছবি দেখতে নায়ক শাহ রিয়াজ আর নায়িকা পরীমনি সিরাজগঞ্জের চালা সিনেমা হলে গেছেন।
শো চলার সময় নায়ক শাহ রিয়াজ বলেন, ‘আমরা সকাল থেকে সিরাজগঞ্জে অবস্থান করছি। দর্শকের সঙ্গে ছবি দেখলাম, তারা আমাদের ভালোভাবে গ্রহণ করেছে। আমরা আশা করছি, সারা দেশের সিনেমা হলের দর্শক আমাদের এমনভাবে গ্রহণ করবে। আগামীকাল ঢাকাসহ সারা দেশে একযোগে ছবিটি মুক্তি পাচ্ছে। আশা করি, দর্শক আমাদের ছবিটি গ্রহণ করবে। আমরা আগামীকালও ঢাকার সিনেমা হলে দর্শকের সঙ্গে ছবি দেখব। তবে কখন কোন হলে যাব, তা এখনো ঠিক করা হয়নি।’
আগামীকাল শুক্রবার সারা দেশে মুক্তি পাচ্ছে ‘পাগলা দিওয়ানা’। ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রের অনেক নতুন নায়ক-নায়িকা নিয়ে আমি কাজ করেছি। নতুন শিল্পীকে কীভাবে দর্শকের সামনে উপস্থাপন করতে হয়, সেটা আমি জানি। পরীমনিকে নিয়ে বর্তমানে অনেক ছবিই হচ্ছে। রোমান্টিক অ্যাকশন ছবিতে একজন নতুন নায়িকাকে দর্শক যেভাবে পছন্দ করে, ‘পাগলা দিওয়ানা’ ছবিতে পরীকে সেভাবেই উপস্থাপন করেছি। আমার বিশ্বাস, এ ছবিতে পরীমনির মধ্যে একজন অন্যতম সেরা নায়িকাকে খুঁজে পাবে চলচ্চিত্রশিল্প।’
নতুন ছবি প্রসঙ্গে পরীমনি বলেন, ‘আমি খুবই আনন্দিত। খুব চমৎকার প্রেমের গল্প এটি। আমি আশা করি, প্রথম ছবির মতো দ্বিতীয় চলচ্চিত্রেও দর্শক আমাকে একইভাবে গ্রহণ করবে।’
মিজানুর রহমানের প্রযোজনা এবং পুতুল কথাচিত্রের পরিবেশনায় ‘পাগলা দিওয়ানা’ ছবিতে পরীমনির সঙ্গে আরো অভিনয় করেছেন শাহ রিয়াজ, সবুজ, অমৃতা, মিশা সওদাগর, রুবেল, আলীরাজ প্রমুখ। ছবির গানগুলো লিখেছেন কবির বকুল ও সুদীপ কুমার দীপ। সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন।