সেলফি স্টিকের বদলে সেলফি আর্ম
আগে সেলফি তোলা হতো হাত দিয়ে। তারপর দেখা গেল একটি সেলফি বান্ধব লাঠি, যার নাম ‘সেলফি স্টিক’। কিন্তু সেলফি স্টিক দিয়ে ছবি তুললে কারো নাকে মুখে খোঁচা লাগতে পারে। সেজন্য অনেক জায়গায় এরই মধ্যে সেলফি স্টিক নিষিদ্ধ করা হয়েছে।
এরিক স্নি এবং জাস্টিন ক্রো নামের দুই শিল্পীর ধারণা সেলফি স্টিক দিয়ে তোলা ছবিগুলোতে সবাইকে কেমন একা মনে হয়। মানুষের কোনো ছোঁয়া থাকে না এসব ছবিতে।
তাই সেলফিতে মানুষের ছোঁয়া নিয়ে আসার জন্য পরীক্ষামূলকভাবে তাঁরা নিজেরাই বানিয়ে নিয়েছেন ‘সেলফি আর্ম’ বা সেলফি বাহু। এর সাহায্যে আপনি ছবি তুলতে পারবেন এবং ছবিতে একটা মানুষের হাতও আসবে। ছবিতে তখন আর আপনাকে একলা মনে হবে না।
ব্যাপারটা হচ্ছে একটা কাটা হাতের গোড়ায় (অবশ্যই প্লাস্টিকের হাত) সেলফি স্ট্যান্ডের ওপর ফোনটা ঝুলিয়ে দেয়া হয়েছে। সেলফি তোলার সময় হাতের আঙুলগুলো ধরে রাখলেই হবে, সেখানে থাকবে সেলফি বাটন।
শিল্পীদ্বয় কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ফর্মুলা বা কীভাবে এটি কাজ করবে তা দিতে পারেননি। তাঁদের মাথায় একটা আইডিয়া এসেছিলে সেটাই তাঁরা নিজেদের মতো করে বানিয়ে নিয়েছেন। সেটা দিয়ে এখন সেলফি তোলা যায় না। তবে তাঁরা কিছু ছবি তুলে দেখিয়েছেন যে এটা দিয়ে ছবি তুললে ব্যাপারটা কেমন হতে পারে। কেউ চাইলে তাঁদের আইডিয়া ধার করে সেলফি আর্ম বানাতে পারেন।
উইম্বলডন, ক্যান্টাকি ডারবি, অস্ট্রেলিয়া এবং ওয়াশিংটনের বিভিন্ন জাদুঘরে এর মধ্যেই সেলফি স্টিক নিষিদ্ধ করা হয়েছে। তবে সেসব জায়গায় সেলফি আর্ম এখনো নিষিদ্ধ করা হয়নি!