ভক্তদের প্রতি পরীমনির বার্তা
গতকাল রোববার, ১০ মে, শেষ হয়েছে শামীমুল ইসলাম শামীম পরিচালিত চলচ্চিত্র ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির দ্বিতীয় পর্যায়ের শুটিং। এই শুটিংয়ের মাধ্যমে এই ছবির ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন ছবির পরিচালক। আর এই দিনেই ঘটল এক মজার ঘটনা। নায়িকা পরীমনি ছবির শুটিং শেষ করে চেয়ারে বসে ফেসবুক ঘাটছে, এমন সময় সে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো চেক করছে। হঠাৎ পরী চিৎকার করে সবাইকে ডাকতে শুরু করল। বিষয় কী- দেখার জন্য সবাই তাঁর দিকে এগিয়ে এলো।
পরীমনি সবাইকে তাঁর ফেসবুকে পাঠানো বিভিন্ন লোকের ফ্রেন্ড রিকোয়েস্ট দেখাচ্ছে। এরইমধ্যে একটি রিকোয়েস্ট এসেছে পরীমনির ফেইক আইডি থেকে । সবাই তো অবাক! এত বড় সাহস, পরীমনির ফেইক আইডি থেকে পরীমনিকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে! এটা নিয়ে সবাই হাসাহাসি করলেও নায়িকা পরীমনি বলেন, ‘বিষয়টি আমার কাছে অবাকই লেগেছে, আমাকে আমার নামের ফেইক আইডি থেকে রিকোয়েস্ট পাঠিয়েছে, এটি দুঃসাহসিক কাজ। আমরা হাসি-তামাশা করলেও আমার ভক্তদের প্রতি আমার অনুরোধ- আপনারা এই বিষয়ে সচেতন থাকবেন। কারণ এই আইডি থেকে যদি কেউ কোনো উল্টাপাল্টা কাজ করে তাহলে এর দায় কে নেবে? আমার ভক্তদের বলছি, আপনারা আমাকে চেনেন, আমি ফেসবুকে কী ধরনের ছবি দেই আর কী লিখি। ভক্তদের আবারও বলছি আমার ভুয়া অ্যাকাউন্ট থেকে সাবধান।’
‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবি প্রসঙ্গে পরীমনি বলেন, ‘ছবিতে আমি একজন চেয়ারম্যানের মেয়ের চরিত্রে অভিনয় করছি। সেখানে আমি বাবার টাকা চুরি করে সিনেমা দেখি, আর সেটা সবাইকে বলে দেয় আরজু। এর জের ধরে তার সঙ্গে আমার শত্রুতা শুরু হয়। আর এই শত্রুতা থেকে বন্ধুত্য, সব মিলিয়ে দারুণ একটি গল্প। আশা করি দর্শকদের গল্পটি ভালো লাগবে।’
ছবির পরিচালক শামীমুল ইসলাম শামীম বলেন, ‘ছবির এই গল্প আমি কোথাও থেকে চুরি করিনি, বিদেশি কোনো ছবির গল্পের সঙ্গে এটি মিলবে না। আমাদের দর্শক সব সময়ই আমাদের গল্প দেখতে শুনতে পছন্দ করে।’
ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে, মোজাম্মেল হক খানের প্রযোজনায় ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিটির দ্বিতীয় পর্যায়ের শুটিং শেষ হয়েছে ১০ মে । গাজীপুরে হোতাপাড়ার খতিব খামারবাড়িতে এই শুটিং হয়। এতে অংশ নেন পরীমনি, আরজু ও খলনায়ক ডন। ছবিটিতে অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা প্রমুখ।