ডিকশনারিতে ‘সেলফি’
মানুষের জীবনধারায় সবসময়েই কিছু না কিছু নতুন যুক্ত হয়। আর কিছু জিনিস সময়ের সাথে সাথে বাদ পড়ে যায়। তেমনই গত বছর থেকে সারা বিশ্বের মানুষ সবচেয়ে বেশি যে শব্দটি শুনেছে তার নাম ‘সেলফি’।
আগেও প্রচলিত থাকলেও অস্কারের আসরে তোলা এক ছবি সেলফিকে রীতিমতো শিল্পে পরিণত করেছে।
২০১৩ সালে অক্সফোর্ড ডিকশনারি ‘সেলফি’কে ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ ঘোষণা করে।
ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় ডিকশনারি লে পেতিত লরৌসে ২০১৬ সালের সংস্করণে যুক্ত হতে যাচ্ছে ১৫০টি নতুন শব্দ। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি শব্দ হচ্ছে ‘সেলফি’। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফে প্রকাশিত হয়েছে এ খবর।
ফ্রেঞ্চ ডিকশনারিতে সেলফির সংজ্ঞায় বলা হয়েছে, ‘নিজের হাতে তোলা নিজের ছবি, যা সাধারণত স্মার্টফোনে তোলা হয় এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়’।
ব্রিটেনে প্রচলিত শব্দগুলোর মধ্যে বেশকিছু শব্দ অক্সফোর্ড ডিকশনারিতে যুক্ত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ফোকাসিয়া, বিরিয়ানি, গোজি, ভেগান, বিটকয়েন, কমিউনিটি ম্যানেজার। ইন্টারনেটে ভাইরাসরোধে ব্যবহৃত ‘ক্যাপচা’ শব্দটাও যোগ করা হয়েছে ডিকশনারিতে।