শিশু ধর্ষণ, কিশোর আটক
জয়পুরহাটের কালাইয়ে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে কালাই থানায় মামলা করা হলে বৃহস্পতিবার রাতে শাকিল (১৬) নামে এক কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে কালাই উপজেলার শাকিল নামে এক কিশোর একই এলাকার স্কুলপড়ুয়া ওই শিশুকে বাড়ির পার্শ্ববর্তী পরিত্যক্ত মুরগির শেডে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ নিয়ে রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে শিশুটির পরিবার।
অভিযান চালিয়ে রাতেই কালাই উপজেলা হাসপাতাল এলাকা থেকে শাকিলকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।