রাশিয়াকে ভয় পাবেন না : পুতিন
শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া পশ্চিমা বিশ্বের জন্য হুমকি নয়।
নতুন করে সহিংসতা সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে পুতিন ইউক্রেনে একটি শান্তিচুক্তির প্রতি সমর্থন দিয়েছেন।
শনিবার ইতালির সংবাদপত্র কোরিয়ের জেলা সেরায় প্রকাশিত এক সাক্ষাৎকারে পুতিন রাশিয়া ও ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বড় ধরনের কোনো সংঘর্ষের আশঙ্কা নাকচ করে দিয়ে বলেন, ‘আমি বলতে চাই, রাশিয়াকে ভয় পাওয়ার প্রয়োজন নেই।’ খবর বাসসের।
‘বিশ্ব এতটাই বদলে গেছে যে, মানুষ সুস্থ মনে আজকের দিনে এ ধরনের বড় সামরিক সংঘর্ষে কথা ভাবতে পারে না,’ বলেন পুতিন।
ক্রেমলিন প্রকাশিত সাক্ষাৎকারের ট্রান্সক্রিপ্টে পুতিন ইতালির সংবাদপত্রটিকে মন্তব্য করেন যে, ‘শুধু একজন অসুস্থ ব্যক্তি, কেবল ঘুমিয়ে থাকলেই ভাবতে পারে যে রাশিয়া হুট করে ন্যাটোকে আক্রমণ করবে।’
রাশিয়ার প্রেসিডেন্ট একটি পরিসংখ্যান দিয়ে বলেন, ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর প্রতিরক্ষা ব্যয় রাশিয়ার সামরিক ব্যয়ের ১০ গুণ। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় সারা বিশ্বে সর্বোচ্চ।
রাশিয়া গত বছর ইউক্রেনের ক্রিমিয়াকে নিজেদের সঙ্গে অঙ্গীভূত করে নিলে ইউরোপে উৎকণ্ঠা সৃষ্টি হয়। বাল্টিক ও নর্ডিক দেশগুলো জানাচ্ছে, গত ১৫ বছরে রাশিয়ার সামরিক তৎপরতা বেড়েছে।
পেন্টাগনের কর্মকর্তারা শুক্রবার জানান, যুক্তরাষ্ট্র নিরাপত্তা জোরদারে বেশ কিছু উদ্যোগ গ্রহণের কথা বিবেচনা করছে। এর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা জোরদার অথবা ইউরোপে ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র মোতায়েন।
ইউক্রেন সংকট প্রসঙ্গে পুতিন অভিযোগ করেন, কিয়েভ গত ফেব্রুয়ারিতে মিনস্কে ইউরোপীয় মধ্যস্থতায় হওয়া একটি শান্তি চুক্তি কার্যকর করতে অনীহা প্রকাশ করছে এবং তারা মস্কোপন্থী বিদ্রোহীদের সঙ্গে সংলাপে বসতেও আগ্রহী হচ্ছে না।
বর্তমান কিয়েভ কর্তৃপক্ষের প্রতিনিধিরা রাশিয়ার সঙ্গে কথা বলতে বসতেই চাইছে না বলে অভিযোগ করেন পুতিন।