দিল্লির রাজপথে শুয়ে মোদির যোগব্যায়াম
ভারতের রাজধানী নয়াদিল্লির প্রাণকেন্দ্র রাজপথ এলাকায় রোববারের সকালটা একেবারেই ভিন্ন। ব্যস্ততম সড়কে যানবাহন নেই। সারিবদ্ধভাবে বসে, শুয়ে যোগব্যায়াম করছেন হাজার হাজার লোক। আর তাঁদের নেতৃত্ব দিচ্ছেন ৬৪ বছর বয়সী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস উপলক্ষে ধ্যান কার্যক্রমে নাগরিক সম্পৃক্ততার অংশ হিসেবে দিল্লির রাজপথে মোদির এই প্রচেষ্টা।
urgentPhoto
এনডিটিভির খবরে বলা হয়, সাদা রঙের জামা আর তিনরঙা ওড়নাসদৃশ পরিধেয় গলায় জড়িয়ে ৪০ হাজার মানুষের সঙ্গে যোগব্যায়ামে সামনের সারিতে বসেন মোদি। এ সময় মাইক থেকে উচ্চারিত ব্যায়ামের প্রতিটি নির্দেশনা অনুসরণ করে ব্যায়াম অব্যাহত রাখেন তিনি।
এই সেশন শুরু হওয়ার আগে এক বক্তৃতায় নরেন্দ্র মোদি বলেন, ‘একটা নির্দিষ্ট জায়গার মধ্যে শরীর মোচড়ানো যোগব্যায়াম নয়। তেমনটি হলে সার্কাসের লোকজনকে যোগী বলা হতো।’ এ সময় তিনি আরো বলেন, ‘দুশ্চিন্তাহীন বিশ্বের জন্য যোগব্যায়াম।’
ওই বক্তৃতার পর সবুজ একটি মাদুরে বসেন মোদি। সেখানে পদ্মাসন, বজ্রাসন, সেতুবন্ধ সর্বাঙ্গাসন, কপালবাত্তিসহ এক ডজনের বেশি যোগব্যায়ামের আসন চর্চা করেন মোদি। বিপুল এ আয়োজনে ৮৪ লাখের মধ্যে ৩৫টির মতো আসন চর্চা করা হয়। সেশন শেষে যোগব্যায়ামে যোগ দেওয়া শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির লোকজন মোদির সঙ্গে সাক্ষাৎ করতে ভিড় জমান।
যোগব্যায়ামের প্রতি বিশেষ ঝোঁক আছে নরেন্দ্র মোদির। নিজ বাংলোতে প্রতিদিন অন্তত ২০ মিনিট ব্যায়াম করেন তিনি।