ঈদবাজার
জমজমাট কেনাকাটায় নিউমার্কেট
ঈদের আমেজে সবাই ছুটছেন মার্কেটপাড়ায়। বড় বড় শপিংমল থেকে ফুটপাত—কোথাও তিল ধারণের জায়গা নেই। তবে সবচেয়ে বেশি ভিড় এখন রাজধানীর নিউমার্কেটে। হাতের কাছেই অনেক মার্কেট বা শপিংমল গড়ে উঠলেও এতটুকু আবেদন কমেনি নিউমার্কেটের।
এক জায়গাতেই প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়, কেনাকাটার জন্য এটাই সবচেয়ে বেশি পছন্দের জায়গা বললেন উত্তরা থেকে আসা গৃহিণী মুবাশিরা। মিরপুর ১ নম্বর থেকে আসা ডেল্টা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক প্রিয়াঙ্কা বলেন, ‘এটাই কেনাকাটার একমাত্র জায়গা, যেখানে দামদর করা যায়। শপিংমলগুলোতে সব একদরের দোকান, সেখানে কেনাকাটার পূর্ণ স্বাদ পাওয়া যায় না।’ তাঁর মতো অনেকেই একই কারণে নিউমার্কেটে চলে আসেন কেনাকাটার জন্য।
তবে আরেকটি কারণে সব সময় জমজমাট হয়ে উঠেছে নিউমার্কেট। এর উল্টো দিকেই রয়েছে গাউছিয়া, চাঁদনী চক এবং ধানমণ্ডি হকার্স মার্কেট। তাই একই জায়গায় ক্রেতারা পেয়ে যাবেন অনেক কিছু, যা অন্য কোথাও সম্ভব নয়।
কী নেই নিউমার্কেটে? শাড়ি, কাপড়, ওষুধ, টয়লেট্রিজ সামগ্রী ও গৃহস্থালি ব্যবহারের টুকিটাকি দ্রব্যাদি, প্রসাধনসামগ্রী, স্যুভেনির ও শোপিস সামগ্রী, তৈজসপত্র, হালকা বৈদ্যুতিক দ্রব্য ও আসবাব। মার্কেটটির উত্তর দিকে মুদির দোকান এবং মাছ, মাংস, ফলমূল ও সবজির বাজার রয়েছে। তাই ‘নিউমার্কেট’ বলতে ভেতরে ও বাইরে বৈচিত্র্যপূর্ণ দোকানের এক বিপুল সমাহারকে বোঝায়।
মূল মার্কেটে তিনটি প্রবেশদ্বার রয়েছে। ভেতরে আছে বইপত্র ও লেখালেখির সামগ্রী, ঘড়ি, চশমা, চামড়ার সামগ্রী ও ভ্রমণের উপকরণাদি, মুদি দ্রব্যাদি, অলংকার ও বৈদ্যুতিক দ্রব্যাদি, দর্জি, ফাস্টফুড এবং ছবি তোলা ও প্রসেসিংয়ের দোকান।
ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাইকেই যেন ছুঁয়ে যায় উৎসবের রং। এসব বিষয় চিন্তা করলে নিউমার্কেটই থাকে সবার প্রথম পছন্দ। নিউমার্কেটে ঢুকলেই দুই পাশে পড়বে ফাস্টফুডের দোকান। তার পরই মিলবে ব্যাগ, ঘড়ি, গয়নার দোকান।
যেখান থেকে কিনতে পারবেন আপনার পোশাকের অনুষঙ্গটি। মেয়েদের পোশাকের সম্ভার রয়েছে নিউমার্কেটের মসজিদসংলগ্ন মার্কেটটিতে। এখানে মেয়ে ও শিশুদের পোশাকের বিশাল সম্ভার রয়েছে। এ ছাড়া মসজিদসংলগ্ন এলাকায় পাবেন কিচেনের প্রয়োজনীয় অনেক উপকরণ।
নিউমার্কেটের ৩ নম্বর গেটের নিচতলায় পেয়ে যাবেন প্রয়োজনীয় সব তৈজসপত্র। এ ছাড়া মিলবে ঘরের চাদর, পর্দা, কুশন ছাড়াও হোমটেক্সটাইলের অনেক পণ্য। এর দোতলার পুরোটা জুড়েই ছেলেদের আধিপত্য। এই ফ্লোর সাজানো হয়েছে ছেলেদের শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, ফতুয়া এবং প্রয়োজনীয় সব অ্যাকসেসরিজে।
কম দামে ভালো মানের পণ্য পাওয়া যায় এখানে। তাই ছেলেদের প্রথম পছন্দ এই মার্কেটটিই। তিন তলাটিও একইভাবে সাজানো হয়েছে। নিউমার্কেটের দুই পাশেই রয়েছে হকার্স মার্কেট। এ ছাড়া জুতা-স্যান্ডেল তো রয়েছেই। তাই অন্যদের থেকে তুলনামূলক কম দামে মানসম্মত পণ্য পেতে ঈদের ভিড়টা যেন নিউমার্কেট ঘিরে একটু বেশিই।