নায়করাজ রাজ্জাক শঙ্কামুক্ত
বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়করাজ রাজ্জাক রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন তাঁর ছোট ছেলে চিত্র নায়ক সম্রাট। গত শুক্রবার সন্ধ্যা ৭টায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
urgentPhoto
আজ রাত ১০টা ৩০ মিনিটে সম্রাট আরো বলেন ‘ আব্বা এখন ভালো আছেন আমি এই মাত্র হাসপাতাল থেকে আসলাম। ডাক্তারের সঙ্গেও কথা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় শ্বাসকষ্টের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটলে আব্বাকে হাসাপাতালে নিয়ে আসতে হয়। বর্তমানে ডা. আদনান ইউসুফ চৌধুরীর তত্ত্বাবধানে তিনি আছেন। আপনারা আব্বার জন্য দোয়া করবেন।’
৭২ বছর বয়সী বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের নায়ক অনেক দিন ধরে নিউমোনিয়ায় ভুগছেন। গত বছর মার্চে তাঁর ছেলে বাপ্পারাজ পরিচালিত ‘কার্তুজ’ সিনেমার সেটে অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিছুদিন হাসপাতালে থেকে তিনি বাসায় আসেন আবার এক সপ্তাহের মাথায় তাঁকে স্কয়ারে ভর্তি করতে হয়েছিল। গত এক বছর ধরে ডাক্তারের পরামর্শে তিনি বিশ্রামে ছিলেন। প্রায় এক বছর তিনি অভিনয় থেকেও দূরে আছেন।