ঈদের জামাতে এক সারিতে আওয়ামী লীগ, বিএনপি
রাজনৈতিক ময়দানে তাঁরা প্রবল প্রতিপক্ষ। সুযোগ পেলে একে অপরের বিপক্ষে কথা বলতে পিছপা হন না। সেই প্রতিপক্ষ আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষস্থানীয় নেতারা চট্টগ্রামে এক সারিতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। উপস্থিত ছিলেন বিরোধী দল জাতীয় পার্টির নেতারাও।urgentPhoto
চট্টগ্রামে আজ ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জমিয়াতুল ফালাহ ঈদগাহে। এতে রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তি, প্রশাসনের কর্মকর্তা ও সাধারণ লোকজন অংশ নেন। চট্টগ্রাম সিটি করপোরেশন ও ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় এবার আড়াই শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
আজ শনিবার সকাল সাড়ে ৮টায় জমিয়াতুল ফালাহ ঈদগাহ ময়দানে ঈদের খুতবা ও জামাত পরিচালনা করেন জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব মাওলানা আবদুল হক। এই জামাতে অংশ নেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, জাতীয় পার্টির নেতা সোলাইমান আলম শেঠ প্রমুখ। নামাজ শেষে তাঁরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। নামাজের একপর্যায়ে নতুন মেয়র আ জ ম নাছির উদ্দিন অসুস্থ বোধ করলে তাঁকে পানি পান করানো হয়। পরে একই স্থানে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়।