ফ্রান্সে মসজিদে হামলা, আহত ২
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/10/29/photo-1572318549.jpg)
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি মসজিদের বাইরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে দুই ব্যক্তি আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে ফরাসি পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
পুলিশ জানায়, স্থানীয় সময় সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৩টা ২০ মিনিটে ফ্রান্সের বেয়োন্নে শহরে এ হামলা হয়। পুলিশের দাবি, মসজিদের দরজায় আগুন লাগানোর চেষ্টাকালে এক ব্যক্তিকে বাধা দেন কাছেই থাকা দুই ব্যক্তি। তখনই সত্তরোর্ধ্ব দুই ব্যক্তির ওপর হামলা চালায় ওই বন্দুকধারী। এতে তাঁরা গুরুতর আহত হন। পরে তাঁদের হাসপাতালে নেওয়া হয়।
এদিকে, হামলার পর পালিয়ে যাওয়ার সময় ওই বন্দুকধারী একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ারও চেষ্টা করে বলে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই ঘটনার পর ৮৪ বছর বয়সী এক ব্যক্তিকে বেয়োন্নে শহরেই তার বাড়ির কাছ থেকে আটক করা হয়েছে।
এদিকে মসজিদে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।