লিবিয়ায় বিমান হামলায় সামরিক একাডেমির ২৮ শিক্ষার্থী নিহত
লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি সামরিক একাডেমিতে বিমান হামলায় সেখানকার ২৮ শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৮ জন।
এক বিবৃতিতে জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনী জানায়, শনিবার রাতে পূর্বাঞ্চলের সেনা কমান্ডার হাফতারকে সমর্থনকারী বিদেশি বিমান বাহিনী ত্রিপোলির সামরিক একাডেমিতে বিমান হামলা চালালে প্রাথমিকভাবে ২৮ জন নিহত ও ১৮ জন আহত হয়েছে বলে জানা যায়।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে জানায়, নিজেদের ফেসবুক পেজে হতাহতদের পাশাপাশি ওই সামরিক একাডেমির দিকে ছুটে যাওয়া অ্যাম্বুলেন্সের ছবিও প্রকাশ করেছে জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনী।
তবে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি পূর্বাঞ্চল ভিত্তিক সেনাবাহিনী।
ত্রিপোলি শহর দখল ও জাতিসংঘ সমর্থিত সরকারকে পরাজিত করতে গত এপ্রিলের শুরু থেকে লিবিয়ার বিভিন্ন শহরে সামরিক অভিযানের নেতৃত্ব দিয়ে আসছে জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন পূর্বাঞ্চল ভিত্তিক সেনাবাহিনী।
ওই অভিযান শুরুর পর থেকে লিবিয়ায় কয়েক হাজার মানুষ হতাহত হয়েছে এবং বাড়িঘর ছেড়ে পালিয়েছে এক লাখ ২০ হাজারেরও বেশি মানুষ।