ট্রাম্পের দাবি, তাঁর প্রাপ্য নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন অন্য কেউ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, গত বছর নোবেল শান্তি পুরস্কার থেকে তাঁকে বঞ্চিত করা হয়েছে। তিনি বলেন, ‘আমি একটি দেশকে রক্ষা করেছি। আর এখন শুনছি, ওই দেশের প্রধানই কি না নিজ দেশকে রক্ষা করার জন্য নোবেল শান্তি পুরস্কার পেলেন।’
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডোতে এক প্রচারণায় অংশ নিয়ে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এ কথা বলেন ট্রাম্প। এরপরই ট্রাম্পের ওই বক্তব্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটাটে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ওই বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘এখন আমার আর কী-ই বা করার আছে? আপনারা জানেন, বিষয়টি এমনই। যতদূর আমরা জানি, আমি একটি বড় যুদ্ধ থামিয়েছি, বেশ কয়েকটিই থামিয়েছি।’
যদিও গত বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়া ব্যক্তির নাম উল্লেখ করেননি ডোনাল্ড ট্রাম্প। তবে এটি পরিষ্কার যে, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদকে উদ্দেশ করেই এসব কথা বলেন তিনি।
অ্যাবি আহমেদ আফ্রিকার মধ্যে সর্বকনিষ্ঠ সরকার প্রধান। ইথিওপিয়ায় কয়েক মাস ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভের পর ২০১৮ সালে ক্ষমতায় বসেন তিনি। এর পরই দেশটির বিভিন্ন নিয়মের ক্ষেত্রে ব্যাপক সংস্কার করেন তিনি, যা কঠোরভাবে নিয়ন্ত্রিত দেশটিতে আলোড়ন সৃষ্টি করে।
ক্ষমতায় বসার পর অ্যাবি আহমেদ হাজারো বিরোধী কর্মীকে কারাগার থেকে মুক্তি দেন এবং নির্বাসিতদের দেশে ফেরান। এ ছাড়া গণমাধ্যমকে অবাধে কাজ করার অনুমতি দেন এবং নারীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করেন।
গত বছরের অক্টোবরে অ্যাবি আহমেদকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।
নরওয়েজিয়ান নোবেল কমিটি জানায়, প্রতিবেশী দেশ ইরিত্রিয়ার সঙ্গে সীমান্ত সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপের জন্য অ্যাবি আহমেদকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়।