অবশেষে ইরানি হামলায় আহত মার্কিন সেনার সংখ্যা জানাল পেন্টাগন
গত সপ্তাহে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১১ মার্কিন সেনা আহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তবে এর আগে মার্কিন সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছিল, ইরানের হামলায় কোনো মার্কিন সেনা হতাহতের ঘটনা ঘটেনি।
মার্কিন প্রতিরক্ষাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, আহত ওই সেনাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসা শেষে আবারও কাজে যোগ দেবেন তাঁরা। সংবাদমাধ্যম সিএনএন গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের যোগাযোগ পরিচালক ক্যাপ্টেন বিল আরবান বলেন, ‘এ হামলার পরপরই কিছু সেনাকে ইরাকের আল আসাদ বিমানঘাঁটি থেকে জার্মানির ল্যান্ডস্টুহল আঞ্চলিক মেডিকেল সেন্টারে স্থানান্তরিত করা হয়। অন্যদের কুয়েতের আরিফজান ক্যাম্পে পাঠানো হয়।’ তাদের মধ্যে আটজনকে জার্মানি ও তিনজনকে কুয়েটে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিন বিমান হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা তুঙ্গে ওঠে। কঠিন প্রতিশোধের ঘোষণা দেয় ইরান। পরে ইরাকে মার্কিন দুটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর ইরান দাবি করে, ওই হামলায় অন্তত ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছে। এরপরই যুক্ররাষ্ট্র দাবি করে, ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু গতকাল শুক্রবার পেন্টাগন জানাল, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ১১ মার্কিন সেনা আহত হয়েছে।