আজ সারা দেশে ‘আরো ভালোবাসবো তোমায়’
আজ শুক্রবার সারা দেশের ৯১টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে এস এ হক অলিক পরিচালিত ‘আরো ভালোবাসবো তোমায়’। রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে ১৪ আগস্ট ঠিক করা হয়। এই ছবিতে প্রথমবারের মতো জুটি হিসেবে দেখা যাবে ঢালিউড কিং শাকিব খান ও আলোচিত নায়িকা পরীমনিকে।
এ বিষয়ে প্রযোজক খোরশেদ আলম খসরু এনটিভি অনলাইনকে বলেন, ‘১২২টি সিনেমা হলে আমাদের ছবিটি মুক্তি দেওয়ার কথা ছিল; কিন্তু অনেক হলের পরিবেশ ভালো নয়। তাই আমরা বাছাই করে ৯১টি হলে ছবিটি মুক্তি দিচ্ছি। আমরা যেমন কোটি টাকা খরচ করে ছবি বানাই, তেমনি সিনেমা হল মালিকদেরও টাকা খরচ করে নিজের হল ঠিক করতে হবে। হলের কারণে সিনেমার ক্ষতি হয়। একটা ভালো ছবিও পর্দায় খারাপ ছবি হয়ে যায়। সবাই দোয়া করবেন, চলচ্চিত্রকে যেন আমরা সবাই মিলে আগের জায়গায় নিয়ে যেতে পারি।’
পরিচালক এস এ হক অলিক বলেন, ‘অনেক দিন পর আমার ছবি মুক্তি পাচ্ছে। ইচ্ছা ছিল ঈদে ছবিটি মুক্তি দেওয়ার। এটাও ভালো হলো, কারণ আগামী কোরবানির ঈদের আগে তেমন কোনো ছবি মুক্তি পাবে না। যে কারণে ভালো ছবি দেখার জন্য আর কোরবানির ঈদ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে না। সেন্সর বোর্ডের সদস্যরা ছবি দেখে অনেক প্রশংসা করেছিলেন। আশা করি, দর্শকও ছবি দেখে প্রশংসা করবেন।’
নতুন ছবি প্রসঙ্গে নায়িকা পরীমনি বলেন, ‘এই ছবি আমার জন্য একটি চ্যালেঞ্জ। এই ছবি দেখে দর্শক আমাকে ভালো না বেসে থাকতে পারবে না। আপনারা জানেন, আমি এখন পর্যন্ত অনেক ছবিতে কাজ করেছি। এর মধ্যে এই ছবিটিকে আমি বলব, একদমই মৌলিক একটা গল্প নিয়ে কাজ করা। অনেক ছবিতেই দেখা যায়, তামিল ছবির গল্প থেকে চুরি করে বানানো হয়। কিন্তু এই গল্পটা আমাদের গল্প, এ কারণে আমি অভিনয় করে মজা পেয়েছি। এমন ছবি দেশের চলচ্চিত্রকে আবারো ভালো অবস্থায় নিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি।’
‘আরো ভালোবাসবো তোমায়’ ছবিতে অভিনয় করেছেন চম্পা, সাদেক বাচ্চু, আফজাল শরীফ ও সোহেল রানা। ছবির একটি গান লিখেছেন কবির বকুল, বাকি গানের কথা লিখেছেন এস এ হক অলিক। ছবির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ, পড়শি, এস আই টুটুল, কোনাল ও হৃদয় খান। ছবির আবহ সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।
ঢাকার ১৬টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ছবিটি। ঢাকার হলগুলো হলো—যমুনা ব্লকব্লাস্টার, স্টার সিনেপ্লেক্স, বলাকা, জোনাকি, অভিসার, শাহিন, পুনম, সনি, এশিয়া, পূরবী, গীত, পূর্ণিমা, শ্যামলী, মুক্তি, রানীমহল, চিত্রামহল।
ঢাকার বাইরে ৭৫টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ছবিটি। হলগুলো হলো : চাঁদমহল (কাঁচপুর), নিউ গুলশান (জিঞ্জিরা), চম্পাকলি (টঙ্গী), বর্ষা (জয়দেবপুর), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), চন্দ্রিমা (শ্রীপুর), পান্না (মুক্তারপুর), মৌসুমী (সিরাজগঞ্জ), সোনিয়া (বগুড়া), মানসী (কিশোরগঞ্জ), সাধনা (রাজবাড়ী), ছায়াবাণী (ময়মনসিংহ), রজনীগন্ধা (চালা), তাজ (নওগাঁ), মুন (হোমনা), মনোয়ার (জামালপুর), কাকলী (শেরপুর), ঝংকার (পাঁচদোনা), বনলতা (ফরিদপুর), হ্যাপি (লক্ষ্মীপুর), উর্বশী (ফুলবাড়িয়া), বলাকা (ঠাকুরগাঁও), তিথি (গোবিন্দগঞ্জ), সংগীতা (সাতক্ষীরা), বনানী (কুষ্টিয়া), শংখ (খুলনা), চিত্রালী (খুলনা), ময়ূরী (বাগাচরা), শাপলা (রংপুর), নবীন (মানিকগঞ্জ), হীরামন (নেত্রকোনা), উপহার (রাজশাহী), মাধবী (মধুপুর), কানন (সাগরদীঘি), রাজিয়া (নাগরপুর), কেয়া (টাঙ্গাইল), আলীম (খেপুপাড়া), আলীম (মঠবাড়িয়া), অভিরুচি (বরিশাল), রূপসী (ভোলা), মুন (মুক্তাগাছা), মোহনা (কোনাবাড়ী), রূপকথা (পাবনা), তিতাস (পটুয়াখালী), মধুমতী (ভৈরব), মণিহার (যশোর), রাজমনি (বোরহানউদ্দিন), নন্দিতা (সিলেট), রাজ (কুলিয়ারচর), মধুমতী (কুমিল্লা), গৌরী (শাহাজাদপুর), সুরভী (শিবচর), পূরবী (চট্টগ্রাম), রাজমহল (চাঁপাই), প্রতিভা (রাজৈর), ইউনিভার্সাল (মাদারীপুর), ক্লিওপেট্রা (ধনুট), চিত্রবাণী (গোপালগঞ্জ), পৃথিবী (জয়পুরহাট), অন্তরা (ফুলবাড়িয়া), শাপলা (ভালুকা), রাজলক্ষ্মী (পাতারহাট), ছায়াবাণী (নাটোর), মনিকা (শাহেস্তাগঞ্জ), পাল্কী (চান্দিনা), লালমনি (লালমোহন), মিতালী (কুড়িগ্রাম), অন্তরা (মেলান্দহ), প্রিয়া (ঝিনাইদহ), কানন (ফেনী), শাহিন (বল্লা), লিপি (গলাচিপা), মৌসুমী (পাকুন্দিয়া), ঝর্ণা (দাউদকান্দি)।