সিরিয়ায় তুর্কিবাহিনীর ওপর হামলায় নিহত ৫
সিরিয়ায় তুর্কি সেনাদের ওপর হামলা চালিয়েছে সিরীয় সেনারা। এতে অন্তত পাঁচজন তুর্কি সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো পাঁচজন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সোমবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের তাফতানাজ এলাকায় তুর্কি সামরিক পোস্টে হামলা চালায় সিরীয় সেনারা। এতে পাঁচজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
সূত্র বলছে, তাফতানাজ এলাকায় তুর্কি সামরিক ঘাঁটিতে মর্টার শেল ছুড়েছে সিরিয়ার সরকারি সেনারা। হামলার পরই অঞ্চলটিতে তুরস্কের কয়েকটি হেলিকপ্টার উড়তে দেখা গেছে। এসব হেলিকপ্টারে করেই আহতদের উদ্ধার করা হয়।
হামলাস্থলে এরইমধ্যে অনেক সেনা ও প্রয়োজনীয় সরঞ্জাম পাঠিয়েছে আঙ্কারা। তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন, সিরীয় সেনাদের হামলার প্রতিশোধ নেওয়া শুরু করেছে তুরস্কের সেনাবাহিনী।
প্রসঙ্গত, বর্তমানে তুরস্কে ৩৬ লাখ সিরীয় শরণার্থী রয়েছেন। আঙ্কারা বলছে, তারা আর কোনো শরণার্থীকে জায়গা দিতে পারবে না। মূলত এ কারণেই বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন তুরস্ক।