ইতালিতে করোনায় একদিনে রেকর্ড ৪৭৫ জনের মৃত্যু
ইউরোপের দেশ ইতালিতে করোনাভাইরাসে একদিনে রেকর্ডসংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। একদিনে দেশটিতে ৪৭৫ জনের প্রাণহানির ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজারের কাছাকাছি। বৈশ্বিক মহামারিতে রূপ নেওয়া করোনাভাইরাসে ইতালি সংক্রমিত হওয়ার পর এটাই একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড।
ইতালিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৫ হাজার ৭১৩ জন। তাঁদের মধ্যে চার হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। দেশটির উত্তরাঞ্চলীয় লোম্বারডি করোনায় সবচেয়ে আক্রান্ত হয়েছে। সেখানে একদিনে মারা গেছেন ৩১৯ জন। নেদারল্যান্ডসভিত্তিক বার্তা সংস্থা বিএনও নিউজ এ খবর জানিয়েছে।
চীন থেকে উৎপত্তি হলেও বিশ্বব্যাপী প্রায় ১৭৩টি দেশে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে বিপর্যস্ত ইউরোপের দেশগুলো। ইউরোপের লাখো মানুষ বর্তমানে ‘লকডাউন’ অবস্থায় আছেন। চীনের পর বর্তমানে সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় রয়েছে ইতালি। দেশটিতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন দুই হাজার ৯৭৮ জন।
ইউরোপের মধ্যে দ্বিতীয় বিপর্যস্ত দেশ স্পেনে ১৪ হাজার ৭৬৯ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬৩৮ জন। এরপরই রয়েছে জার্মানির অবস্থান। দেশটির ১২ হাজারের বেশি সংখ্যক মানুষ এ রোগে আক্রান্ত হয়েছেন।
এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ইরান। দেশটিতে ১৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত এ ভাইরাসে। মারা গেছেন এক হাজার ১৩৫ জন। এর পরেই রয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে সাড়ে আট হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯১ জন। তবে এক হাজার ৯৪৭ জনের বেশি মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
গত একদিনে সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২১ হাজার ১৫৯ জন এবং এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে এক হাজার ২০৫ জনের। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত বৃদ্ধির সংখ্যা ছিল ১১ হাজার ৬৬৫ জন।
সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাজনিত কোভিড-১৯ রোগে মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ ১৯ হাজার ২৮৬ জন। সুস্থ হয়েছেন ৮৪ হাজার ৮০১ জন ও মৃতের সংখ্যা আট হাজার ৯২৫ জন।