রাশিয়ায় একদিনে রেকর্ড ১০,৬৩৩ জনের করোনা শনাক্ত
রাশিয়ায় একদিনে রেকর্ড ১০ হাজার ৬৩৩ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছে।
দেশটিতে রোববার একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্তের মধ্য দিয়ে সংক্রমিত লোকের সংখ্যা মোট এক লাখ ৩৪ হাজারে উন্নীত হয়েছে বলে দেশটির করোনাভাইরাস রেসপন্স সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে।
সেন্টার থেকে পাওয়া তথ্য মতে, রাশিয়ায় গত ৩০ এপ্রিলের পর থেকে প্রতিদিনই আক্রান্তের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে।
বিবৃতিতে বলা হয়, মহামারি করোনাভাইরাসে রোববারের মৃতের সংখ্যা ৫৮ জনসহ তা মোট এক হাজার ২২০ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সেরে উঠেছে এক হাজার ৬২৬ জন। দেশটিতে মোট ১৬ হাজার ৬৩৯ জন সেরে উঠেছে।
দেশটির সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা মস্কোতে গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৯৪৮ জন নতুন করে আক্রান্ত হয়েছে।
নগরীর মেয়র সের্গেই সোবায়ানিনের জানান, পরীক্ষায় দেখা গেছে যে মস্কোর মোট বাসিন্দার প্রায় দুই শতাংশ লোক কোভিড-১৯ এ সংক্রামিত হয়েছে।
এদিকে, গত শনিবার রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, দেশে মহামারি পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে। তবে সুরক্ষাবিধি উপেক্ষা করা যেতে পারে এমনটা ভাবার কোনো কারণ নেই।