পরপর দুদিন নিউজিল্যান্ডে নতুন কোনো করোনা রোগী নেই
নিউজিল্যান্ডে লকডাউন শিথিল করার পর টানা দুদিন কোনো নতুন করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগী পাওয়া যায়নি।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, ‘এটা একটা যৌথ প্রয়াসে সম্ভব হয়েছে।’ তিনি বলেন, নিউজিল্যান্ডের প্রত্যেক নাগরিকের উচিত গর্ববোধ করা। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
গত ১৬ মার্চের পর গতকাল সোমবার প্রথম নিউজিল্যান্ডে কোনো নতুন কোভিড-১৯ রোগী ধরা পড়েনি। গতকাল সোমবার এ তথ্য জানান নিউজিল্যান্ডের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অ্যাশলে ব্লুমফিল্ড।
নিউজিল্যান্ডে এখন পর্যন্ত এক হাজার ১৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং ২০ জন মারা গেছে। গত সপ্তাহে নিউজিল্যান্ডে সংক্রমণের সংখ্যা ছিল প্রতিদিন এক অঙ্কে। এরই মধ্যে দেশটিতে সীমিত আকারে লকডাউন শিথিল করা হয়েছে।