করোনা জয় করে কাজে ফিরলেন রুশ প্রধানমন্ত্রী
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। তবে প্রাণঘাতী এ ভাইরাসের সঙ্গে যুদ্ধে জিতে মঙ্গলবার কাজে যোগ দিয়েছেন তিনি।
মিশুস্তিনের দৈনন্দিন দাপ্তরিক কাজ শুরু করার ফাইলে সই করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ৩০ এপ্রিল থেকে তাঁর কাজ চালিয়ে যাচ্ছিলেন ডেপুটি প্রধানমন্ত্রী আন্দ্রাই বেলোসোভ।
প্রেসিডেন্ট পুতিন চলতি বছরের শুরুর দিকে হঠাৎ করেই প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন মিশুস্তিনকে। করোনায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে অবস্থান করলেও সরকারি মিটিংগুলোতে তার উপস্থিতি ছিল। বিশেষভাবে ডেস্কের পাশে তার বসার ব্যবস্থা করা হয়।
কোভিড-১৯ থেকে প্রধানমন্ত্রী মিশুস্তিনের সুস্থতা নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি রুশ সরকার, খবর এনডিটিভি।
বর্তমানে করোনাভাইরাসের অন্যতম হটস্পট রাশিয়া। মঙ্গলবার দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছুঁই ছুঁই অবস্থায় পৌঁছেছে। শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরেই তাদের অবস্থান। মৃত্যুর সংখ্যা ২ হাজার ৮৩৭ জন।
কয়েকজন মন্ত্রী, প্রেসিডেন্ট পুতিনের একজন মুখপাত্রসহ রাশিয়া সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যও প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।