সৌদি আরবে পুলিশ চৌকিতে হামলা, নিহত ৩
সৌদি আরবে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। দুটি পুলিশের তল্লাশি চৌকিতে (চেকপোস্ট) এ হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে গতকাল শুক্রবার সৌদি প্রেস এজেন্সি জানায়, হাইল প্রদেশের দুটি আলাদা পুলিশ চেকপোস্টে বৃহস্পতিবার এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে দুজন সাধারণ মানুষ ও একজন সৈনিক নিহত হয়েছেন।
হজে মিনা থেকে জামারায় শয়তানের উদ্দেশে পাথর ছোড়ার জন্য যাওয়ার সময় শতাধিক হাজি নিহত হওয়ার ঘটনা নিয়ে যখন সৌদি আরবকে নিয়ে সমালোচনার ঝড় উঠছে, ঠিক সে সময় এ ঘটনা ঘটল।
এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
হামলার পর থেকে এখন পর্যন্ত কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি। তবে কিছুদিন ধরে সৌদি আরবে ইসলামিক জঙ্গি সংগঠনগুলো হুমকি দিচ্ছিল বলে জানা যায়। এ ছাড়া দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনাও ঘটছে। আর এসব হামলা আইএস সদস্যরা করছে বলে তারা দায়ও স্বীকার করেছে।
সিরিয়া ও ইরাকে ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর সঙ্গে যুদ্ধ করছে সৌদি আরবও।