সন্তানকে বিক্রি করলেন বাবা, মায়ের আত্মহত্যার চেষ্টা
শেরপুরে নিজের শিশু সন্তানকে বিক্রি দিয়েছেন বাবা। ওদিকে সেই সন্তানকে উদ্ধার করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছেন মা। শেরপুর জেলা সদরে ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সুলতান মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
এদিকে, ঘটনাটি জানার পর সন্তানটি উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে বলে শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আমিনুল ইসলাম জানিয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে এএসপি আমিনুল ইসলাম জানান, সুলতান মিয়া দুই স্ত্রী থাকা সত্ত্বেও গাজীপুরের মাওনা এলাকার আব্দুল আজিজের মেয়ে সুমা আক্তারকে বিয়ে করেন। এরপর সুমা সন্তানসম্ভাবা হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এখানে সিজারিয়ানের মধ্যমে সুমা আক্তার একটি বাচ্চার জন্ম দেন। এদিকে সিজার করার সময় ২২ হাজার টাকা খরচ হয়েছে বলে সুমা আক্তারকে জানান তাঁর স্বামী সুলতান। ওই টাকা সুমাকে দিতে বলেন। এ ছাড়া টাকা না দিয়ে নবজাত সন্তানকে বিক্রি করে দেওয়ার হুমকি দেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার একই ইউনিয়নের কানাশাখোলা এলাকা শফিকুলের কাছে বাচ্চাটিকে ৯১ হাজার টাকায় বিক্রি করে দেন সুলতান। শিশুটির মা সুমা আক্তার সন্তানের খোঁজে শফিকুলের কাছে গিয়েও সন্তান উদ্ধারে ব্যর্থ হন। পরে কানাশাখোলা বাজারে এসে ইউরিয়া সার খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ সুমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এএসপি আমিনুল ইসলাম বলেন, ‘আমরা বাচ্চাটিকে উদ্ধার করে হাসপাতালে মায়ের হাতে তুলে দিয়েছি। আর অভিযুক্ত সুলতানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছি।’