পূজাতে খিচুড়ি-বেগুনভাজা খাবেন কাজল
পূজায় ডায়েট? বলেন কি? পূজার সময় ডায়েট টায়েট করা পোষায় না বলিউড অভিনেত্রী কাজলের। পূজার আগে সংবাদমাধ্যমে ধরা দিয়ে সাফ সাফ এমন কথাই জানিয়ে দিয়েছেন তিনি। কাজলের কথায়, পূজার কটা দিন ডায়েট করা আমার দ্বারা হবে-টবে না। পূজাতে দেদার খাওয়া-দাওয়া করেই না মজা! পূজার সময় বিশেষ করে সপ্তমী, অষ্টমী আর নবমীর ভোগ আমি খাবই খাব। খিচুড়ি খাব, তরকারি খাব আর অবশ্যই সঙ্গে বেগুনভাজা তো খাবই। পূজাতে খেয়ে-দেয়ে হৈহৈ করে কাটিয়ে দিতে চাই। এ বছর দুর্গাপূজার আনন্দে শামিল হয়ে এমনটাই জানিয়ে দিয়েছেন বলিউড অভিনেত্রী কাজল।
মুম্বাইয়ের মুখার্জি বাড়ির পূজা মানেই বরাবরই দেদার আনন্দ। এই বাড়িতেই ছোটবেলা থেকে দিন কাটছে কাজলের। সুতরাং মুখার্জি বাড়ির পূজার রীতি রেওয়াজ আজও তাঁর রক্তে মিশে রয়েছে। জানিয়েছেন, পূজার সময় শাড়ি না পরলে বাবা বরাবরই খুব রাগ করতেন। তাই পূজার সময় শাড়ি পরাটা অনেকটাই অভ্যাসে পরিণত হয়ে গেছে। পূজা মানেই বাঙালিদের দুর্গা উৎসব, মারাঠিদের মা অমম্বা, নবরাত্রি। সব মিলিয়ে এই সময় একটা বড় ধরনের সেলিব্রেশন টাইম। আর পূজার সময় মুম্বাইয়ের মুখার্জি পরিবারে মানুষের ভিড় লেগেই থাকে। সুতরাং ওই সময় সবার সঙ্গে মিলেমিশে হরেক রকম খাওয়া-দাওয়াতেই তো আনন্দ!
তবে পূজা উপলক্ষেই যে কাজল খাওয়া-দাওয়ায় মেতে ওঠেন এমন কিন্তু নয়। এমনিতেই তিনি ভীষণ ফুডি বলে জানিয়ে দিয়েছেন। জানালেন, শরীরকে শেপে রাখার জন্য খাওয়া-দাওয়া নিয়ে নিজেকে কষ্ট দিতে চাই না। তবে শরীরের শেপ একটু খারাপ-টারাপ হলে তখন ওয়ার্ক আউট, ডায়েটিং তো করতেই হয়। এমনিতেই আমার আবার একটু মোটা হওয়ার প্রবণতা রয়েছে। তাই এক্সারসাইজের দিকেও নজর রাখতে হয়। তাই বলে পূজাতে খাওয়া-দাওয়া ছেড়ে দিতে পারব না। আর পূজার সময় অজয় (স্বামী অভিনেতা অজয় দেবগন) মুম্বাইতে থাকলে তো কথাই নেই। ডিনারে কোনো স্পেশ্যাল রেস্তোরাঁয় আমাকে আর আমার মেয়ে নিশা এবং ছেলে যুগকে নিয়ে যাবেই যাবে। সেখানেও দেদার চলে খাওয়া-দাওয়া।