প্রেমিক রহমান ও কন্যাদের নিয়ে দুবাইয়ে সুস্মিতা সেন
অবসর বিনোদন উদযাপনে দুই কন্যা রিনি-আলিশা এবং প্রেমিক রহমান শালকে নিয়ে দুবাইয়ে উড়াল দিয়েছেন সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন।
হিন্দুস্তান টাইমসের খবর, দুবাইয়ে সুস্মিতারা বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন করবেন। এরই মধ্যে দুবাই থেকে ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশে উদযাপনের দুটি স্থিরচিত্র শেয়ার করেছেন সুস্মিতা।
পত্রপত্রিকার খবর, সুস্মিতা ও তাঁর পরিবার দীর্ঘ ছুটি কাটাবেন। পূর্ব এশিয়ায় ক্রিসমাস ও ইংরেজি নববর্ষ উদযাপনের পর তাঁরা ভারতের কলকাতায় উড়াল দেবেন। সেখানে এক আত্মীয়ের বিয়েতে হাজির হবেন তাঁরা। এরপর তাঁরা মুম্বাইয়ে ফিরবেন।
দীর্ঘদিন সামাজিক যোগাযোগমাধ্যমে অনুপস্থিত থাকার পর ২০১৮ সালে ফের সক্রিয় হন সুস্মিতা সেন। এরপর তাজমহলে প্রেমিক রহমানের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটানোর ছবি শেয়ার দিয়ে সুস্মিতা লেখেন, ‘রোমান্স রিটার্নস’।
দীর্ঘ বিরতির পর সুস্মিতা সেন ‘আর্য’ ওয়েব সিরিজ দিয়ে অভিনয়ে ফেরেন। এই ওটিটি সিরিজটি পুরস্কারও জিতেছে।