জন্মদিনে কী করছেন বেসবাবা সুমন?
ক্যানসারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সেই আঙুল দিয়ে বারবার গিটারে ঝড় তুলেছেন যিনি, তিনি বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘অর্থহীন’-এর প্রতিষ্ঠাতা এবং দলনেতা সাইদুস সালেহীন খালেদ সুমন (বেসবাবা সুমন)। আজ এই সংগীত তারকার জন্মদিন।
নিজের এমন বিশেষ দিনে কী করছেন বেসবাবা? এমন প্রশ্নে নিয়ে বিভিন্ন মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি। তবে অর্থহীন ব্যান্ডের ম্যানেজার রাজু আহমেদ শুক্রবার দুপুরে এনটিভি অনলাইনকে জানিয়েছেন, ‘সুমন ভাই দীর্ঘদিন ধরে তাঁর উত্তরার বাসায় অবস্থান করছেন। বাইরে যাওয়ার মতো অবস্থায় তিনি নেই। উনার সঙ্গে আমার গেল সপ্তাহে দেখা হয়েছে, যত দূর জানি উনি পরিবারের সঙ্গে জন্মদিন পালন করছেন। আর আজ সন্ধ্যায় আমাদের ব্যান্ডদলের কয়েকজনের উনার বাসায় যাওয়ার কথা আছে। এর বাইরে আর কোনো আয়োজন নেই।’
বেসবাবা সুমনের সবশেষ শারীরিক অবস্থার প্রসঙ্গে রাজু আহমেদের বক্তব্য, ‘উনার যে অপারেশন করার কথা ছিল সেটা করতেই হবে। করোনার জন্য তো যেতে পারলেন না। পরিস্থিতি স্বাভাবিক হলে উনি অপারেশনটা করাবেন।’
গেল বছরের সেপ্টেম্বরের মাঝামাঝিতে ছেলেসহ বেসবাবা সুমনের করোনা মুক্ত হওয়ার খবর শোনা গিয়েছিল। বাংলাদেশের অন্যতম সেরা বেজ গিটারিস্ট সাইদুস সালেহীন খালেদ সুমন তাঁর রক-সংগীতের জীবন শুরু করেন ১৯৮৬ সালে ‘ফ্রিকোয়েন্সি’ ব্যান্ড গঠনের মাধ্যমে। ১৯৯৭ সালে যোগ দেন ব্যান্ড ‘ওয়ারফেজ’-এ গিটারবাদক হিসেবে। দুই বছর পর ‘ওয়ারফেজ’ ছেড়ে সুমন নিজের প্রথম একক অ্যালবাম ‘সুমন ও অর্থহীন’ প্রকাশ করেন এবং সে বছরই প্রতিষ্ঠা করেন ‘অর্থহীন’ ব্যান্ড। ২০১৩ সাল থেকে একাধিকবার ক্যানসারে আক্রান্ত হলেও গান ছাড়েননি আলোচিত এ গিটারিস্ট।