‘মানুষ কেন অমানুষ’ নিয়ে ডিপজলের নতুন ইনিংস
ফের ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেতা, নির্মাতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান অমি-বনি কথাচিত্র থেকে নতুন সিনেমা ‘মানুষ কেন অমানুষ’-এর ইউনিট নিয়ে পুরোদমে শুটিংয়ে নেমেছেন তিনি।
গতকাল শুক্রবার দুপুরে সাভারে নিজের শুটিং স্পটে এই ছবির মহরত শেষে ইউনিট নিয়ে সোজা চলে যান মানিকগঞ্জের সিংগাইরে।
সবে শারীরিক অসুস্থতা কাটিয়ে কাজে ফিরেছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। করোনাকালে বেশ সতর্কতায় কাজ শুরু করলেন তিনি।
মনোয়ার হোসেন ডিপজল এনটিভি অনলাইনকে বলেন, ‘মূলত একটি টেলিভিশন চ্যানেলের জন্য ছবিটি নির্মাণ করছি। এমন আরো বেশ কিছু গল্প নিয়ে এই মুহূর্তে কাজ করছি। স্বাভাবিকভাবেই ছবির সফলতা নিয়ে প্রত্যাশা বেশ ভালো। আমরা চাই, দর্শকদের আবার ফিরিয়ে আনতে।’
মনতাজুর রহমান আকবরের পরিচালনায় এই চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন মনোয়ার হোসেন ডিপজল। সঙ্গে রয়েছেন জয় চৌধুরী ও মৌ খান। এই তিন চরিত্রকে কেন্দ্র করেই মূলত পারিবারিক দ্বন্দ্ব-সংঘাত ও প্রেম-ভালোবাসার ছবি ‘মানুষ কেন অমানুষ’।
প্রথমবারের মতো এই ছবিতে জয় ও মৌ খানের রসায়ন উপভোগ করবেন দর্শক। এ পর্যন্ত এক ডজনের বেশি সিনেমায় অভিনয় করা জয় চৌধুরীর চলচ্চিত্রে অভিষেক হয় ডিপজলের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান অমি-বনি কথাচিত্র থেকে। মাঝে ব্যবধান আট বছর। যেন ঘরের ছেলের ঘরে ফেরা। সব মিলিয়ে দারুণ উচ্ছ্বসিত জয় চৌধুরী। এনটিভি অনলাইনকে তিনি বলেন, ‘যেখান থেকে আমার অভিনয়ের সূচনা হয়েছিল, সেখানে আবারও অভিনয় করছি। সত্যিই ভীষণ রোমাঞ্চিত।’
মৌলিক গল্পের এই ছবিতে নামকরা ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক জয় চৌধুরীকে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা ডিপজল আর জয়ের দ্বন্দ্ব-সংঘাত নিয়ে গল্প এগিয়ে যাবে, যাঁদের সঙ্গে দেখা মিলবে মৌ খানের।
মৌ খান এনটিভি অনলাইনকে বলেন, ‘গুণী পরিচালক মনতাজুর রহমান আকবরের পরিচালনায় এবং জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে অভিনয় করছি। এটা যে কতটা আনন্দ আর গৌরবের, তা বলে বোঝাতে পারব না।’
পরিচালক মনতাজুর রহমান আকবর এনটিভি অনলাইনকে বলেন, ‘সিনেমাটি নিয়ে আমরা প্রত্যেকেই আশাবাদী।’
ডিপজলের নিজের গল্পে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে অভিনয় করছেন বড়দা মিঠু, রাশেদা চৌধুরী, জ্যাকি আলমগীর, বকুল সওদাগর, কিরণ কুমার, সেলিম প্রমুখ।