মুন্সীগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/02/08/munshigonj-murder.jpg)
মুন্সীগঞ্জ সদর উপজেলায় পারুল বেগম (৪২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তাঁর স্বামী আলমগীর খানকে (৪৮) আটক করেছে পুলিশ। উপজেলার পঞ্চসার ইউনিয়নের কাশিপুর গ্রামে গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনার পর দিবাগত রাত ৩টার দিকে আলমগীরকে গ্রেপ্তার করে পুলিশ।
আটক আলমগীর ঢাকার নবাবগঞ্জের বাসিন্দা। তিনি কাশিপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, পারুলের সঙ্গে তাঁর স্বামী আলমগীরের দীর্ঘ দিন ধরে কলহ চলছিল। এর মধ্যে গতকাল রোববার রাতে কথা-কাটাকাটির এক পর্যায়ে আলমগীর গলাটিপে শ্বাসরোধ করে পারুলকে হত্যা করেন।
এ ঘটনার পরই স্থানীদের মাধ্যমে ৯৯৯-এ কল পেয়ে দিবাগত রাত ৩টার দিকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। এ ছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।