ব্যথা বেড়েছে বেসবাবা সুমনের, যেতে পারছেন না জার্মানি
বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘অর্থহীন’-এর প্রতিষ্ঠাতা এবং দলনেতা সাইদুস সালেহীন খালেদ সুমন (বেসবাবা সুমন) দীর্ঘদিন ধরে অসুস্থ। একটি অস্ত্রোপচারের জন্য তাঁর জার্মানি যাওয়া প্রয়োজন। চিকিৎসকের সাক্ষাৎ-তারিখ নেওয়ার পরেও করোনার কারণে সেটা সম্ভব হয়নি গেল বছরের মার্চে। এ খবর কমবেশি তাঁর ভক্তদের জানা।
এরই মাঝে গতকাল রাতে বেসবাবা সুমনের অবস্থা সংকটাপন্ন উল্লেখ করে একটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। অর্থহীন ব্যান্ডের ম্যানেজার রাজু আহমেদ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এনটিভি অনলাইনকে বলেছেন, ‘বেসবাবা সুমনের অবস্থা সংকটাপন্ন নয়। তবে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। স্পাইনাল কর্ডের ব্যথা বেড়েছে। অপারেশনের জন্য তাঁর জার্মানি যাওয়া খুব প্রয়োজন।’
বেসবাবা সুমনকে ঠিক কী কারণে জার্মানি নেওয়া সম্ভব হচ্ছে না, এমন প্রশ্নে রাজু আহমেদের ভাষ্য, ‘করোনার জন্য জার্মানিতে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি ফুটবল খেলাও অন্য ভেন্যুতে আয়োজন করা হয়েছে। অন্য দেশে বা আমাদের দেশে তাঁর এই অপারেশন বা চিকিৎসা সম্ভব নয়।’
জরুরি চিকিৎসার্থে জার্মানি নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন বা যোগাযোগ করা হয়েছে কি না, এমন প্রশ্নে না-সূচক উত্তর দিয়েছেন অর্থহীন ব্যান্ডের ম্যানেজার।
ক্যানসারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সেই আঙুল দিয়ে বারবার গিটারে ঝড় তুলেছেন যিনি, তিনি বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘অর্থহীন’-এর প্রতিষ্ঠাতা এবং দলনেতা সাইদুস সালেহীন খালেদ সুমন (বেসবাবা সুমন)। বাংলাদেশের অন্যতম সেরা বেস গিটারিস্ট সাইদুস সালেহীন খালেদ সুমন তাঁর রক-সংগীতের জীবন শুরু করেন ১৯৮৬ সালে ‘ফ্রিকোয়েন্সি’ ব্যান্ড গঠনের মাধ্যমে। ১৯৯৭ সালে যোগ দেন ব্যান্ড ‘ওয়ারফেজ’-এ গিটারবাদক হিসেবে। দুই বছর পর ‘ওয়ারফেজ’ ছেড়ে সুমন নিজের প্রথম একক অ্যালবাম ‘সুমন ও অর্থহীন’ প্রকাশ করেন এবং সে বছরই প্রতিষ্ঠা করেন ‘অর্থহীন’ ব্যান্ড। ২০১৩ সাল থেকে একাধিকবার ক্যানসারে আক্রান্ত হলেও গান ছাড়েননি আলোচিত গিটারিস্ট।