শ্বেতার ‘বুধবারের চিঠি’
অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে মুসাররাত জাহান শ্বেতার গল্পের বই ‘বুধবারের চিঠি’। বইটি প্রকাশ করেছে জনান্তিক প্রকাশনী। প্রচ্ছদ করেছেন নুসাইবা রহমান। বইটি মেলার জনান্তিক প্রকাশনীর ৩৯৫-৩৯৬ নং স্টলে পাওয়া যাচ্ছে।
‘বুধবারের চিঠি’ বইয়ের ১২টি গল্পে বলা হয়েছে নারীর বিভিন্ন বয়সের অনুভূতি, আবেগ, ভালোবাসা, অভিজ্ঞতা, চ্যালেঞ্জ, উৎসাহ, পরিশ্রম এবং আত্মনির্ভরশীলতা ও মনোবলের কথা। গল্পগুলো পাঠককে অনুপ্রেরণা ও ইতিবাচক মনোভাব এনে দেবে বলে আশা লেখকের।
মুসাররাত জাহান শ্বেতার জন্ম ঢাকায়। বেড়ে ওঠার অনেকটা সময় কেটেছে ভোলায়। বরিশালের স্কুল ও কলেজ থেকে পাস করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে প্রথম শ্রেণিতে স্নাতক ডিগ্রি লাভ করেন যন্ত্র প্রকৌশলে। তারপর এলজিইডিতে কাজ করেন বছর-তিনেক।
এরই মধ্যে শুরু সংসারজীবন। স্বামী, কন্যা ও পুত্র নিয়ে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে যন্ত্র প্রকৌশলে মাস্টার্স ও পিএইচডি করেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের ডিট্রয়েট শহরে ফোর্ড মোটর কোম্পানির হেড কোয়ার্টারে কর্মরত। ফোর্ডে ফুলটাইম চাকরির পাশাপাশি তিনি দুটি বিশ্ববিদ্যালয়ে (ইউনিভার্সিটি অব টোলেডো ও ব্লোয়িং গ্রিন স্টেট ইউনিভার্সিটি) প্রকৌশল বিভাগে পার্টটাইম অধ্যাপনা করেন।
শৈশব-কৈশোরে দিনলিপি ও বিভিন্ন রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শ্বেতার লেখালেখি শুরু। ভোলার নদী, প্রকৃতি, সহজ-সরল মানুষ, দাদাবাড়ির শৈশব তাঁর মনে গভীরভাবে গেঁথে আছে। একসময় প্রবাসজীবন নিয়ে পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন।