ছেলের পরিচালনায় অভিনয়ে ফিরেছেন রাজ্জাক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/16/photo-1447674748.jpg)
সন্ধ্যা ৬টা, উত্তরার শুটিং স্পট, বেশ হৈ চৈ হচ্ছে। প্রবেশ করতেই দেখা গেল নায়করাজ রাজ্জাক পেপে খাচ্ছেন। সঙ্গে রয়েছে তাঁর দুই নাতনি আরিশা ও আরিবা, এদের একজনের বয়স সাত বছর, অন্যজনের দুই। নাতনিদের সঙ্গে গল্প করছেন আর খাচ্ছেন তিনি। গতকাল ছেলে ও অভিনেতা খালিদ হোসেন সম্রাটের পরিচালনায় ‘দায়ভার’ টেলিছবির শুটিংয়ে অংশ নিয়েছেন নায়করাজ রাজ্জাক। অসুস্থতা কাটিয়ে গতকালই প্রথম শুটিংয়ে অংশ নেন কিংবদন্তি এই তারকা।
ছেলের পরিচালনায় কাজ করতে কেমন লাগছে জানতে চাইলে রাজ্জাক বলেন, ‘আমি ওদের কাজ শিখিয়েছি আর এখন ওদের নিদের্শনায় যখন আমি কাজ করি তখন বেশ লাগে। ওরা ভালো কাজ করছে।’
এদিকে, সম্রাট টেলিছবি পরিচালনা করার পাশাপাশি অভিনয়ও করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একসঙ্গে পরিচালনা ও অভিনয় করা অনেক চ্যালেঞ্জিং। চেষ্টা করছি ভালো করার। বাবা সুস্থ হয়ে কাজ করছেন তাই আমিও ভালো ফিল করছি। আর ডলি জহুর ম্যামও কাজ করছেন, তাই আমার আনন্দটা দ্বিগুণ।’
টেলিছবিতে সম্রাটের বিপরীতে অভিনয় করছেন বাঁধন। তিনি বলেন, ‘টেলিছবির গল্পে আমি রাজ্জাক আঙ্কেলের সৎছেলের বউ থাকি। আমার এখানে অভিনয়ের সুযোগ খুব কম। তারপরও আমি টেলিছবিটি করতে রাজি হয়েছি শুধু রাজ্জাক আঙ্কেল ও সম্রাট ভাইয়ের জন্য। তাদের সঙ্গে কাজ করতে আমি সম সময় স্বাচ্ছন্দ্যবোধ করি।’
সবার সঙ্গে আলাপ শেষ হতেই দেখি ঘড়িতে তখন বাজে রাত ৮টা। লাইট-ক্যামেরা রেডি। এরপর সবাইকে শট বুঝিয়ে দিয়ে নিজেও অভিনয় করতে শুরু করলেন টেলিছবির নির্মাতা ও অভিনেতা সম্রাট। এর মধ্যে সবাইকে বিদায় দিয়ে আমরা অফিসের উদ্দেশে রওনা দিলাম।