সন্তান দত্তক নিয়েছেন যে বলিউড তারকারা
প্রয়োজন, ইচ্ছা বা কারণটা একেকজনের একেক রকম। তবে তাঁরা সবাই একটি বিষয়ে একেবারে দৃঢ়, সন্তান বা সন্তানদের বিষয়ে এতটুকু ছাড় দেওয়া চলবে না, হোক না সে সন্তানটি দত্তক নেওয়া। জন্মসূত্রের সম্পর্ক না থাকলেও দত্তক করে নেওয়া সন্তানদের জন্য এই বলিউড তারকাদের অসম্ভব টান। কয়েকজনের গল্প শুনলে অবাক না হয়ে উপায় থাকে না। এই সন্তানদের জন্য ক্যারিয়ার তো বটেই, জীবনের দিক বদলে ফেলতেও এতটুকু পরোয়া করেননি বেশ কয়েকজন বলিউড তারকা।
১. সুস্মিতা সেন
১৯৯৪ সালের মিস ইউনিভার্স সুস্মিতা সেন বলিউডের স্টাইলিশ আইকন হিসেবে স্বীকৃত ছিলেন ক্যারিয়ারের চনমনে সময়ে। ২০০০ সালে তিনি এমন এক লড়াইয়ে শামিল হয়েছিলেন, যার কথা সে সময়ে কেউ ভাবতেই পারে না। কোনো বিয়ে নয়, সরাসরি সিঙ্গেল প্যারেন্ট হিসেবে একটি ছোট্ট মেয়েকে দত্তক নিলেন তিনি, মেয়েটির নাম দিলেন ‘রেনে’। সে সময়ে সিঙ্গেল প্যারেন্টশিপের বিষয়টি ভারতে ঠিক ‘হজমদায়ক’ ছিল না। এর জন্য আইনি লড়াই করতে হয়েছে সুস্মিতাকে। ২০১০ সালে আরেকটি কন্যাশিশু দত্তক নেন তিনি, আইনি লড়াই পিছু ছাড়েনি এবারও। শিশুটির নাম আলিশা। দুই মেয়েকে নিয়ে দিব্যি জীবন কাটিয়ে চলছেন সুস্মিতা, ক্যারিয়ারেরও কোনো পরোয়া করেননি।
২. সুভাষ ঘাই
বলিউডে অজস্র ইতিহাস সৃষ্টি করা ছবির জন্ম দেওয়া এই নির্মাতার কন্যার নাম মেঘনা। মেঘনাকে দত্তক নিয়েছিলেন সুভাষ। গড়ে তুলেছেন উপযোগী করেই। মেঘনা এখন বাবার প্রতিষ্ঠা করা ফিল্ম ইনস্টিটিউটের ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
৩. রাভিনা ট্যান্ডন
মাত্র ২১ বছর বয়সে দুটি মেয়েকে দত্ত নিয়েছিলেন রাভিনা, ১৯৯৫ সালের কথা। আর হ্যাঁ, তিনিও কিন্তু ছিলেন সিঙ্গেল প্যারেন্ট, তবে পূজা ও ছায়াকে দত্তক নিতে সুস্মিতা সেনের মতো ঝামেলা পোহাতে হয়নি তাঁকে। ২০০৪ সালে বিয়ে করেন রাভিনা, তার পর জন্ম দিয়েছেন দুজন সন্তান।
৪. প্রীতি জিনতা
একটি-দুটি নয়, রীতিমতো ৩৪ শিশুর পুরো দেখভালের দায়িত্ব নিয়েছেন প্রীতি। ঋষিকেষের মাদার মিরাকল এই শিশুদের খাওয়া-দাওয়া ও পড়ালেখার সব খরচ তিনি বহন করেন, প্রায়ই দেখাও করতে যান তাদের সঙ্গে।
৫. দিবাকর ব্যানার্জি
‘খোসলা কা ঘোসলা’, ‘এলএসডি’, ‘সাংহাই’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’ খ্যাত পরিচালক দিবাকর ব্যানার্জি ২০১০ সালে একটি শিশুকে দত্তক নেন। কন্যার নাম রাখেন ইরা। ইরাকে তিনি পেয়েছিলেন একটি অনাথ আশ্রমে।
৬. হানসিকা মোতওয়ানি
শিশুশিল্পী হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন হানসিকা। সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিচয় বদলে হয়ে উঠেছেন বাণিজ্যিক ছবির অভিনেত্রী। অভিনয় ছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কাজে জড়িত তিনি। ২৫টি শিশুর শিক্ষা ও চিকিৎসার পূর্ণাঙ্গ খরচ বহন করেন তিনি।
৭. নিখিল আদভানি
‘কাল হো না হো’ খ্যাত পরিচালক নিখিল আদভানির মেয়ের নাম কেয়া। বায়োলজিক্যাল বাবা না হলেও কেয়াকে ভীষণ রকম ভালোবাসেন নিখিল। নিজের সিনেমার চেয়েও নাকি মেয়ের জন্য পাগলামি ঢের বেশি করেন নিখিল!