শিয়া মসজিদে হামলার ঘটনায় তিনজন রিমান্ডে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/28/photo-1448711452.jpg)
বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদের হামলার ঘটনায় গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ। এঁরা হলেন মাদ্রাসাশিক্ষক শামসুল আলম (৬০), আনোয়ার হোসেন (৪৮) ও জুয়েল (২২)। তাঁদের হামলার পরদিন শুক্রবার গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার বিকেলে বগুড়া বিচারিক হাকিম আদালতে আসামিদের হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) কামারুজ্জামান ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। বিচারক শ্যাম সুন্দর রায় শুনানি শেষে আনোয়ার হোসেন ও জুয়েলের সাতদিন এবং শামসুলের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বগুড়া গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের হরিপুর বাসস্ট্যান্ডসংলগ্ন শিয়া মসজিদে হামলা চালায় জঙ্গিরা। এতে মসজিদের অনিয়মিত মুয়াজ্জিন নিহত ও তিনজন গুলিবিদ্ধ হন।
নিহত মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেনের (৬০) বাড়ি হরিপুর গ্রামে। আহত ব্যক্তিরা হলেন হরিপুর গ্রামের বাসিন্দা আফতাব হোসেন (৪০), মাওলানা শাহিনূর (৩৫) ও আলাদীপুর গ্রামের তাহের মিস্ত্রি (৫০)।