শিমুলিয়ায় লঞ্চের ধাক্কায় আরেক লঞ্চের শ্রমিক নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/08/26/munsigang_.jpg)
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে লঞ্চের ধাক্কায় অপর একটি লঞ্চের শ্রমিক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তাহের জাহিদ (২৮) এমভি মায়ের দোয়া লঞ্চের লস্কর হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়।
মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ আবু তাহের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এমভি অর্পণ নামের একটি লঞ্চ বাংলাবাজার ঘাট থেকে যাত্রী নিয়ে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে আসে। দুপুর ১২টার দিকে লঞ্চটি শিমুলিয়া ঘাটের টার্মিনালে নোঙর করতে যায়। এ সময় টার্মিনাল থেকে ছেড়ে যেতে পেছনের দিকে যাচ্ছিল এমভি মায়ের দোয়া নামের আরেকটি লঞ্চ। একপর্যায়ে এমভি অর্পণ লঞ্চের মাথার অংশ মায়ের দোয়া লঞ্চের লস্কর আবু তাহের জাহিদের পেটে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান জাহিদ।
এ ঘটনায় এমভি অর্পণ লঞ্চ ও লঞ্চটির কোনো শ্রমিককে আটক করা হয়নি।