‘কেয়ামত সে কেয়ামত তক’ ২৭ বার দেখেছিলেন সালমান শাহ
ঢাকাই সিনেমায় সালমান শাহের পথচলা শুরু ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে। ১৯৮৮ সালে বলিউডে মুক্তি পাওয়া ‘কেয়ামত সে কেয়ামত তক’ সিনেমাটির স্বত্ব কিনেছিল বাংলাদেশের আনন্দমেলা লিমিটেড। সেই সিনেমার নায়ক হতে বলিউডের সিনেমাটি ২৭ বার দেখেছিলেন সালমান শাহ।
এনটিভি অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান শাহকে নিয়ে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা নির্মাণ করা পরিচালক সোহানুর রহমান সোহান জানিয়েছেন, “আমরা একটা রোমান্টিক সিনেমা করতে চেয়েছিলাম। তখন আনন্দমেলা লিমিটেড বোম্বে থেকে পাঁচটি সিনেমার রাইট নিয়ে আসে। তার মধ্যে ‘কেয়ামত সে কেয়ামত তক’ সিনেমাটা ছিল। যখন আমার সালমানের সঙ্গে কথা হলো, প্রথম দিকের আলাপে তখন তাঁকে বললাম, আমরা এমন পাঁচটা ছবি আনছি। এখন কোনটা করব না করব, বুঝতে পারছি না। তখন সালমানই বলছিল—ভাইয়া আমি না ‘কেয়ামত সে কেয়ামত তক’ ছবিটা ২৭ বার দেখেছি। তখন আমি বললাম, তার মানে তুমি চাচ্ছো ওই ছবিটা করলে তোমার জন্য ভালো লাগবে। তারপর সে বলল, তাহলে তো খুবই ভালো হয়।”
এখান থেকে ঢাকাই সিনেমায় পথচলা শুরু সালমান শাহের। তার পর আর পেছনে ফিরতে হয়নি। চার বছরের ক্যারিয়ারে মাত্র ২৭ সিনেমায় অভিনয় করে পেয়েছেন আকাশসমান জনপ্রিয়তা। উপহার দিয়ে গেছেন বাংলা সিনেমার এক সোনালি অধ্যায়।
তবে সালমান শাহের ওপর ভর করে যখন ঢাকাই চলচ্চিত্র সফলতার মুখ দেখছিল, ঠিক সে সময় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে রহস্যজনক এক কারণে জীবন-সংসারের ইতি টানেন সালমান শাহ।