আমি সুস্থ আছি, বাড়ি ফিরে ইনজামাম
পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম-উল-হক হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে খবর রটেছে। তবে, হাসপাতাল থেকে ফিরে অন্য তথ্য জানালেন তিনি। পাকিস্তানি কিংবদন্তি জানালেন, হার্ট অ্যাটাক নয় স্রেফ রুটিন টেস্ট করাতেই হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতাল থেকে বাড়ি ফিরে জানালেন, এখন সুস্থ আছেন সাবেক এই তারকা।
ইনজামামের ম্যানেজমেন্ট কোম্পানির সূত্র দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, হার্ট অ্যাটাকের পর তাঁর এনজিওপ্লাস্টি করানো হয়। গতকাল মঙ্গলবার বাড়ি ফিরে নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম জানালেন তাঁর শরীরের খবর।
ইনজামাম বলেন, ‘আমি শুনেছি যে, কেউ বলেছে আমার হার্ট অ্যাটাক হয়েছিল বা এরকম কিছু। আসলে তা নয়। স্রেফ রুটিন চেক-আপের জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম। সেখানে ডাক্তার বলল এনজিওগ্রাফি করতে হবে, কারণ সমস্যা মনে হচ্ছে। এনজিওগ্রাফি করে ধমনীতে ব্লক ধরা পড়ায় ডাক্তার বলেন যে, স্টেন্ট বসাতে হবে। এসব খুব সহজেই হয়ে গেছে। ১২ ঘণ্টা হাসপাতালে থেকেই বাড়ি ফিরে আসতে পেরেছি। আমার শরীর ও সবকিছু ঠিক আছে। ভালো আছি।’
১৯৯১ সালে পাকিস্তান জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল ইনজামামের। আর, ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি। পাকিস্তানের হয়ে ৩৭৮টি ওয়ানডে খেলে ১১৭৩৯ রান করেন। এই ফরম্যাটে পাকিস্তানের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করেন তিনি। ওয়ানডেতে ১০টি সেঞ্চুরি ও ৮৩টি হাফসেঞ্চুরি করেন। তাঁর সর্বোচ্চ সংগ্রহ ১৩৭ রান।
টেস্টে ১২০ ম্যাচ খেলে ৮৮৩০ রান করেন। এই ফরম্যাটে ২৫টি সেঞ্চুরি ও ৪৬টি হাফসেঞ্চুরি করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। টেস্টে এক ইনিংসে তাঁর সর্বোচ্চ সংগ্রহ ৩২৯ রান। পাকিস্তানের হয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১১ রান করেন।
ইনজামাম ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক ছিলেন। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচক ছিলেন। তিনি কিছুদিন আফগানিস্তান ক্রিকেট দলের কোচ ছিলেন।