৭৫০ কোটির সিরিজে ৭৫ কোটি করে নিচ্ছেন হৃতিক-রণবীর

বলিউড সুপারস্টার হৃতিক রোশন ও রণবীর কাপুর। ছবি : সংগৃহীত
বলিউড সুপারস্টার হৃতিক রোশন ও রণবীর কাপুর যথাক্রমে রাবণ ও রামের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এমন জোর গুঞ্জন বলিউডপাড়ায়। খ্যাতিমান নির্মাতা নিতেশ তিওয়ারি নির্মাণ করছেন তিন সিনেমা-সমন্বিত ‘রামায়ণ’ শিরোনামের এই ওয়েব সিরিজ।
এমন গুঞ্জনের মাঝে বলিউড হাঙ্গামার খবর, এই ওয়েব সিরিজের বাজেট আনুমানিক ৭৫০ কোটি রুপি। হৃতিক ও রণবীর রাবণ ও রামের চরিত্রে অভিনয় করতে নিচ্ছেন ৭৫ কোটি রুপি করে।
একটি সূত্র পোর্টালটিকে জানিয়েছে, হৃতিক ও রণবীরের পারিশ্রমিকের পর বাজেটের বাকি অংশ এমন এক চমকপ্রদ মহাকাব্য তৈরিতে ব্যবহার করা হবে, যা আগে কখনও করা হয়নি।

বলিউড সুপারস্টার হৃতিক রোশন। ছবি : সংগৃহীত
সূত্রটি বলিউড হাঙ্গামাকে আরও জানিয়েছে, সীতা চরিত্রে কারিনা কাপুরের অভিনয়ের যে গুঞ্জন শোনা গিয়েছিল, সেটা মিথ্যা; কারিনা এই চরিত্রের জন্য মোটেও উপযুক্ত নন।
আগামী বছরের শেষ দিকে ‘রামায়ণ’ সিরিজের শুটিংয়ের পরিকল্পনা রয়েছে।