মৌলভীবাজারে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার দুই আসামি নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/11/07/moulavi-bazar_.jpg)
মৌলভীবাজারের কমলগঞ্জের মৃত্তিঙ্গা চা বাগান এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আলোচিত নাজমুল হত্যা মামলার দুই আসামি নিহত হয়েছে। এ ঘটনায় তিন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে র্যাব।
ঘটনাস্থল থেকে দুটি রিভলবার, ১২টি গুলি এবং দুটি দেশি রামদা উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
নিহতেরা হলেন—কমলগঞ্জের চৈত্রঘাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সমাজকল্যাণ সম্পাদক নাজমুল হত্যার ঘটনায় করা মামলার দুই নম্বর আসামি তোফায়েল মিয়া (৩৫) এবং আট নম্বর আসামি শহীদ মিয়া (৪০)।
শ্রীমঙ্গল ক্যাম্পের আধিনায়ক বসু দত্ত চাকমা বলেন, ‘শনিবার গভীর রাতে কমলগঞ্জ উপজেলার মৃত্তিঙ্গা চা বাগান এলাকায় কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে খবর পেয়ে সেখানে র্যাবের একটি দল গেলে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি করে। এ সময় র্যাবও পাল্টা গুলি করলে দুই সন্ত্রাসী আহত হয়। আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দুটি রিভলবারসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়।’
কমলগঞ্জের চৈত্রঘাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সমাজকল্যাণ সম্পাদক নাজমুলকে গত ৩১ অক্টোবর দুপুরে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জেলায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে এ ঘটনায় হত্যা মামলা করা হয়। তাতে তোফায়েল ও শহীদ মিয়া আসামি ছিলেন।