মালকা বানুর দেশে রে...জাভেদের সিনেমার এই গান কেন জনপ্রিয়?
মালকা বানুর দেশে রে’ গানটি ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম একটি ‘কাল্ট ক্লাসিক’ গান। ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত 'মালকা বানু' চলচ্চিত্রে নায়ক জাভেদের লিপে এই গানটি সারা দেশে যে উন্মাদনা তৈরি করেছিল, তার রেশ আজও কাটেনি। এটি আজও জনপ্রিয় হওয়ার পেছনে বেশ কিছু বিশেষ কারণ রয়েছে।
এই গানটি জনপ্রিয় হওয়ার প্রধান কারণ হলো নায়ক জাভেদের পারফরম্যান্স। তিনি ছিলেন ঢাকাই সিনেমার ‘ড্যান্সিং কিং’। তৎকালীন সময়ে পুরুষ নায়কদের মধ্যে নাচে এমন সাবলীলতা ও আধুনিকতা আর কারো ছিল না। গানের তালে তার হাত-পায়ের মুদ্রা এবং নাচের নিজস্ব স্টাইল দর্শকদের এতটাই মুগ্ধ করেছিল যে, মানুষ শুধু জাভেদের নাচ দেখার জন্যই বারবার সিনেমা হলে যেত।
‘মালকা বানুর দেশে রে’ গানটির সুর ও কথা মাটির খুব কাছাকাছি। এটি আমাদের লোকজ ঐতিহ্যের সাথে মিশে আছে। গানের কথাগুলো সহজ-সরল এবং সুরটি অত্যন্ত চমৎকার । একবার শুনলে যে কারো কানে সুরটি গেঁথে থাকে, যার ফলে এটি প্রজন্ম থেকে প্রজন্মে আবেদন হারায়নি।
‘মালকা বানু’ এবং ‘মনু মিয়া’র প্রেমকাহিনী বাংলার একটি জনপ্রিয় লোকগাঁথা। এই গ্রামীণ প্রেমকাহিনীর আবেগ গানটির মাধ্যমে চমৎকারভাবে ফুটে উঠেছে। জাভেদ যখন পর্দায় ‘মালকা বানু’র উদ্দেশ্যে গানটি গাইতেন, তখন সেই রোমান্টিক গানটিতে জাভেদের পোশাক এবং উপস্থাপনা ছিল দেখার মতো। ফোক সিনেমার রাজপুত্র হিসেবে তাকে যেমন মানিয়েছিল, তেমনি তার এক্সপ্রেশন ছিল অসাধারণ। রঙিন সেট এবং গ্রামীণ প্রেক্ষাপটে এমন একটি নান্দনিক উপস্থাপনা তখন খুব একটা দেখা যেত না।
পরবর্তীতে এই গানটি বিভিন্ন সময়ে রিমিক্স করা হয়েছে এবং মঞ্চে পারফর্ম করা হয়েছে। নতুন প্রজন্মের কাছেও গানটির সুর পরিচিত হয়ে উঠেছে। তবে মূল গানে জাভেদের সেই অরিজিনাল সিগনেচার স্টেপগুলো আজও কেউ টপকাতে পারেনি।
জাভেদ আজ আমাদের মাঝে নেই, কিন্তু ‘মালকা বানুর দেশে রে’র মতো গানগুলো তাকে চিরস্মরণীয় করে রাখবে। এটি কেবল একটি গান নয়, বরং এটি ছিল জাভেদের ক্যারিয়ারের একটি অবিচ্ছেদ্য অংশ, যা বাংলা সিনেমার সোনালী দিনগুলোর কথা মনে করিয়ে দেয়।

এনটিভি অনলাইন ডেস্ক