আপনার জিজ্ঞাসা
ইসলাম চোখ বন্ধ করে ইবাদত করা নিয়ে কী বলে?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ আয়োজনের ১৮তম পর্বে টেলিফোনের মাধ্যমে ঢাকা থেকে একজন জানতে চেয়েছেন, ইসলামে চোখ বন্ধ করে ইবাদত করা নিয়ে বলা হয়েছে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
ইসলাম চোখ বন্ধ করে ইবাদত করা নিয়ে কী বলে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। না এটা সুন্নাহ পরিপন্থি কাজ। দোয়ার আদবের মধ্যে এটি পড়ে না। দোয়া করার ক্ষেত্রে চোখ খোলা রাখতে হবে। দোয়া করার আদব এটি। চোখ বন্ধ করে দোয়া করার কোনোবিধান নেই। এটি হলো আপনার নিজের সৃষ্টি তাই এটি কখনো হতে পারে না। এসব পদ্ধতি তো আমরা চাইলেও আবিষ্কার করতে পারি না। দোয়া করবেন আল্লাহর কাছে চোখ খুলে। ইবাদত পালনের ক্ষেত্রে নিজেরকোনো সৃষ্টি আসবে না। এইগুলোর স্পষ্ট বিধান আছে। তাই বিধানগুলো আমাদের জানতে হবে। আপনি বলছেন যে, চোখ বন্ধ করলে একাগ্রতা আসে—এটাও ভুল কথা। যদি চোখ বন্ধ করলেই একাগ্রতা আসে তাহলেআল্লাহতালাই আমাদের চোখ বন্ধ করে দোয়া করতে বলতেন। আল্লাহ তো এমন নির্দেশনা দেননি। তাহলে চোখ বন্ধ করে কেন দোয়া করবেন! এটি নিষেধ। এটাই স্পষ্ট কথা। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দোয়া চোখ খোলা রেখেই করতে হবে। এটাই নিয়ম।