আপনার জিজ্ঞাসা
বাসায় কোনো বইয়ে প্রাণীর ছবি থাকলে সালাত হবে কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৪৯তম পর্বে গোলাম রাব্বি জানতে চেয়েছেন, বাসায় কোনো বইয়ে প্রাণীর ছবি থাকলে সালাত হবে কি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : ঘরে কোনো বইয়ে প্রাণীর ছবি থাকলে সেই ঘরে সালাত হবে কি?
উত্তর : ধন্যবাদ আপনাকে। প্রাণীর ছবি যদি বইয়ে থাকে কিংবা ড্রয়ারে থাকে বা আলমারিতে থাকে তাহলে সালাত হয়ে যাবে। এই নিয়ে সন্দেহ নেই। বইয়ের ওপর ছবি থাকলে তাতে সালাতের কোনো সমস্যা নেই। কিন্তু যদি ছবি টাঙিয়ে রাখা হয় রহমতের ফেরেশতা ঘরে প্রবেশ করবে না। এখন সেই ঘরে নামাজ হবে কিনা এটা নিয়ে আলেমদের দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, ছবি থাকলে সালাতের মনোযোগে সমস্যা হবে তাই আলেমরা মনে করেন এটা মাকরুহ হবে। তবে সালাত পুরোপুরি নষ্ট হয়ে যাবে না। আর বই কিংবা কিছুর মধ্যে থাকলে সালাতের কোনো সমস্যা নেই।