আপনার জিজ্ঞাসা
আল্লাহকে চেনার উপায় কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯২৩ তম পর্বে একজন জানতে চেয়েছেন, আল্লাহকে চেনার উপায় কি? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : আল্লাহকে চেনার উপায় কি? এক আলেম বলেছেন, আল্লাহকে অন্ধভাবে মানতে হবে। কথাটি কি ঠিক?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। হরেক রকম ব্যক্তির হরক রকম কথা। আসলে মন গড়া কোনো বক্তব্য দিয়ে ইসলাম জানা যায় না। আল্লাহর পরিচয় জানার জন্য আল্লাহ কোরআনে কী বলেছেন সেগুলো জানতে হবে। আপনাকে আলেম বলেছেন, আল্লাহকে চিনতে হলে অন্ধভাবে মানতে হবে। এতে তিনি কী বুঝিয়েছেন সেটা তিনি জানেন। আল্লাহর বিধান পালন শুধু অন্ধভাবে নয়, জেনেই শুদ্ধভাবে বিধান মানতে হবে। এটা অবশ্যই আল্লাহর বিধান মানার ক্ষেত্রে। আর চেনার ক্ষেত্রে আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে। এর বিশদ আলোচনা আছে। দ্বিতীয়ত, আল্লাহর সুন্দর নাম ও গুণাবলী গুলো জানতে। তৃতীয়ত, আল্লাহর বিধান সম্পর্কে জ্ঞান অর্জন করা। এরপর বলব, আল্লাহকে জানার জন্য রাসুলদের প্রতিও ঈমান আনতে হবে। কারণ, রাসুলদের মাধ্যমেই আমরা আল্লাহর পরিচয় পেয়েছি। তাই আল্লাহকে জানতে হলে, রাসুলদের প্রতি পূর্ণ ঈমান আনতে হবে। এসব জানলে আপনি আল্লাহকে জানতে পারবেন। ইসলাম মনগড়া বিষয় নয়। তাই জেনেশুনেই যেকোনো কিছু বলা উচিত।