২২ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ২২ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ জানিয়েছে। সভায় কোম্পানিগুলো ২০২৩-২০২৪ অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে। আজ মঙ্গলবার (৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
পর্ষদ সভার তারিখ ঘোষণা করা কোম্পানিগুলো হলো— মতিন স্পিনিং, সোনারগাঁ টেক্সটাইল, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, ফাইন ফুডস, একমি ল্যাবরেটরিজ, মীর আকতার, বিকন ফার্মা, গোল্ডেন হারভেস্ট, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ইউনিক হোটেল, কাশেম ইন্ডাস্ট্রিজ, ই-জেনারেশন, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, ইভেন্স টেক্সটাইল, আর্গন ডেনিমস, সায়হাম টেক্সটাইল, সায়হাম কটন, হামিদ ফেব্রিক্স, ন্যাশনাল পলিমার, প্রান, রংপুর ফাউন্ড্রি, পাওয়ার গ্রিড।
এদের মধ্যে মতিন স্পিনিংয়ের পর্ষদ সভা আগামী ১৩ নভেম্বর বিকেল ৪টায়, সোনারগাঁ টেক্সটাইলের আগামী ১৪ নভেম্বর বিকেল সাড়ে ৩টায়, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের আগামী ১৩ নভেম্বর দুপুর আড়াইটায়, ফাইন ফুডসের আগামী ১৩ নভেম্বর বিকেল ৩টা ১০ মিনিটে, একমি ল্যাবরেটরিজের আগামী ১৩ নভেম্বর বিকেল ৪টায়, মীর আকতারের আগামী ১২ নভেম্বর সন্ধ্যা ৬টায়, বিকন ফার্মার আগামী ১৩ নভেম্বর বিকেল ৩টায়, শেফার্ড ইন্ডাস্ট্রিজের আগামী ১৩ নভেম্বর সাড়ে ৩টায়, গোল্ডেন হারভেস্টের আগামী ১৪ নভেম্বর সন্ধ্যা ৬টায়, ইউনিক হোটেলের আগামী ১৩ নভেম্বর বিকেল সাড়ে ৩টায়, কাশেম ইন্ডাস্ট্রিজের আগামী ১১ নভেম্বর বিকেল সাড়ে ৪টায়, ই-জেনারেশনের আগামী ১৪ নভেম্বর বিকেল ৪টায়, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের আগামী ১৩ নভেম্বর বিকেল সাড়ে ৩টায়, ইভেন্স টেক্সটাইলের আগামী ১২ নভেম্বর বিকেল ৪টায়, আর্গন ডেনিমসের আগামী ১২ নভেম্বর বিকেল ৩টায়, সায়হাম টেক্সটাইলের আগামী ১৪ নভেম্বর বিকেল ৩টায়, সায়হাম কটনের আগামী ১৪ নভেম্বর বিকেল ৪টায়, হামিদ ফেব্রিক্সের আগামী ১৩ নভেম্বর বিকেল সাড়ে ৪টায়, ন্যাশনাল পলিমারের আগামী ১৩ নভেম্বর বিকেল সাড়ে ৫টায়, প্রাণের আগামী ১৩ নভেম্বর বিকেল সাড়ে ৩টায়, রংপুর ফাউন্ড্রির আগামী ১৩ নভেম্বর বিকেল সাড়ে ৪টায়, পাওয়ার গ্রিডের আগামী ৮ নভেম্বর বিকেল ৪টায় শুরু হবে।