সূচকের উত্থান, আধ ঘণ্টায় লেনদেন ২২২ কোটি টাকা
সূচকের উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১৪ ফেব্রুয়ারি) শুরুর প্রথম ৩০ মিনিটে লেনদেন হয়েছে ২২২ কোটি টাকা। এ সময় বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। আজ ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা যায়, শেয়ার ক্রয়ের চাপে লেনদেন শুরুতেই সূচকের উত্থান হয়েছে। লেনদেনে শুরু প্রথম আধ ঘণ্টায় প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে ২৯ পয়েন্ট। ডিএসইএক্স সূচক বেড়ে অবস্থান করেছে ছয় হাজার ৪২৩ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস বেড়েছে পাঁচ দশমিক ৪১ পয়েন্ট। আর ডিএস-৩০ সূচক বেড়েছে ৫ দশমিক ০৭ পয়েন্ট।
সকাল ১০টা ৩০মিনিট পর্যন্ত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৫১টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ২২২ কোটি ৮২ লাখ টাকা। লেনদেন শীর্ষে ওঠে এসেছে বেস্ট হোল্ডিংয়ের শেয়ার। লেনদেন করেছে ৪৫ কোটি টাকা। লেনদেন শীর্ষ তালিকায় স্থান পেয়েছে লাভোলো আইসক্রিম, সেন্ট্রাল ফার্মা, খুলনা প্রিন্টিং, ফু-ওয়াং সিরামিক, বিডি থাই, ইউনিয়ন ক্যাপিটাল, মালেক স্পিনিং, আফতাব অটো ও আলিফ ইন্ডাস্ট্রিজ।