প্রধান সূচক বাড়লেও লেনদেন কমেছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ বুধবার (১ জানুয়ারি)। আগের কর্মদিবস সোমবারের তুলনায় এদিন পুঁজিবাজারে মূলধনের পরিমাণ বেড়েছে। তবে এদিন লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। লেনদেন কমে আজ ৩৩০ কোটি টাকায় অবস্থান করেছে।
জানা যায়, গত সোমবার লেনদেন হয়েছিল ৩৭৩ কোটি ৮৬ লাখ টাকা, যা আজ বুধবার লেনদেন হয়েছে ৩৩০ কোটি ৫৯ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬৩ হাজার ৯০৫ কোটি ৩২ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস সোমবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৬২ হাজার ৬১৯ কোটি ৮১ লাখ টাকার শেয়ার।
আজ প্রধান সূচক ডিএসইএক্স এক দশমিক ৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২১৮ দশমিক ১৫ পয়েন্টে। আগের কর্মদিবস সোমবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ২১৬ দশমিক ৪৪ পয়েন্টে। আজ ডিএস৩০ সূচক দুই দশমিক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৪১ দশমিক ৯৩ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক তিন দশমিক ৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৬৫ দশমিক শূন্য সাত পয়েন্টে।
ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৩১টির এবং কমেছে ১৮৫টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৮০টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ২৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রবি আজিয়াটার ১৮ কোটি ৪১ লাখ টাকা, পূবালী ব্যাংকের ১২ কোটি ৮১ লাখ টাকা, ইসলামী ব্যাংকের ১০ কোটি তিন লাখ টাকা, সিটি ব্যাংকের ৯ কোটি ৬৩ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৯ কোটি ১৬ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের আট কোটি ৮২ লাখ টাকা, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ছয় কোটি ৮১ লাখ টাকা, যমুনা ব্যাংকের ছয় কোটি ৬৪ লাখ টাকা এবং ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের ছয় কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক ৭৪ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে জাহিন স্পিনিংয়ের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে পাঁচ দশমিক ৫৫ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক